Barrackpore Police Commissionerate : জনসংযোগ বাড়াতে নয়া পদক্ষেপ, নিউ ব্যারাকপুরে চালু ‘পুলিশ বন্ধু প্রকল্প’ – barrackpore police commissionerate took initiative to increase relationship with people


পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সংযোগ বৃদ্ধিতে নিউ ব্যারাকপুর থানায় চালু পুলিশ বন্ধু প্রকল্প।

 

Barrackpore
ব্যারাকপুর

হাইলাইটস

  • পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সংযোগ বৃদ্ধিতে জোর।
  • নিউ ব্যারাকপুর থানায় চালু পুলিশ বন্ধু প্রকল্প।
  • আম জনতা সরাসরি অভিযোগ জানাতে পারবেন।
Barrackpore : পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সংযোগ বৃদ্ধিতে জোর। নিউ ব্যারাকপুর থানায় চালু পুলিশ বন্ধু প্রকল্প। আম জনতা সরাসরি অভিযোগ জানাতে পারবেন। সাধারণ মানুষের সঙ্গে সংযোগ বাড়াতে নয়া উদ্যোগ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের। নিউ ব্যারাকপুর থানায় চালু করা হল পুলিশ বন্ধু প্রকল্প। আগামী দিনে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট (Police Commissionerate)এলাকায় বাকি থানাগুলিতেও এই প্রকল্প চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গেছে। পুলিশ নিয়ে একটি ভীতি চিরকালই রয়েছে সাধারণ মানুষের মধ্যে। সেই ভীতি কাটাতেই মানুষের সঙ্গে নিবিড় সুসম্পর্ক গড়ে তোলার উপর জোর দিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। নিউ ব্যারাকপুর থানা এলাকায় চালু করা হল পুলিশ বন্ধু প্রকল্প। প্রকল্পটি চালু হওয়ায়, এবার থেকে সাধারণ মানুষ জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনের কাছে এলাকার সমস্যা, অভাব অভিযোগ সরাসরি তুলে ধরতে পারবেন। শুধু সমস্যা তুলে ধরবেন না, সেই সঙ্গে সমাধানের প্রস্তাবও দিতে পারবেন।

New Barrackpore Municipality : কেবল কৃতী পড়ুয়ারাই নয়, মায়েদেরও সংবর্ধনা নিউ ব্যারাকপুরে
সোমবার নিউ ব্যারাকপুর থানায় পুলিশ বন্ধু প্রকল্পের উদ্বোধন করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি সেন্ট্রাল আশিস মৌর্য। নিউ ব্যারাকপুর থানা এলাকার ৪, ১২ এবং ২০ নম্বর ওয়ার্ডের সাধারণ নাগরিকদের কাছ থেকে এলাকার সমস্যা, মানুষের নিরাপত্তা নিয়ে অভাব অভিযোগ শোনেন তিনি। সমস্যা সমাধানে স্থানীয় পুলিশ প্রশাসন ও নাগরিকদের মধ্যে সমণ্বয় বৃদ্ধির উপর জোর দেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি। সেই সঙ্গে আশ্বাস দেন সহযোগিতার। এলাকার পরিস্থিতি নিয়ে নিউ ব্যারাকপুর থানার কর্তাদের সঙ্গে আলোচনাও করেন আশিস মৌর্য। সমস্যা নিয়ে একপ্রস্থ কথা বলেন স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গেও।

Barrackpore News: দুষ্কৃতী-দমনে বিশেষ হেল্পলাইন নম্বর চালুর ঘোষণা ব্যারাকপুরের CP-র
ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজোরিয়ার (Alok Rajoria) উদ্যোগেই পুলিশ বন্ধু প্রকল্প চালু করা হয়েছে বলে জানিয়েছেন ডিসিপি। প্রতি সপ্তাহে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এলাকার থানাগুলিতে পুলিশের শীর্ষ আধিকারিকরা পরিদর্শন করবেন বলে জানান তিনি। এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্থানীয় মানুষের সাথে পুলিশের শীর্ষ আধিকারিকরা সরাসরি কথা বলবেন বলে জানিয়েছেন। এ ব্যাপারে সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন বলেও দাবি করেন তিনি। আগামী দিনে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ বন্ধু প্রকল্প বিশেষ ভূমিকা নিতে চলেছে বলে জানান ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি। ২০১১ সালে তৃণমূল সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর, পুলিশের সঙ্গে মানুষের নিবিড় যোগাযোগ বৃদ্ধির উপর জোর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই রেশ ধরে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এই নতুন উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *