পর্ণশ্রীর পঞ্চাননতলায় মায়ের দেহ আগলে দু’দিন বসে রইলেন ছেলে। দুর্গন্ধ আসতেই স্থানীয়রা খবর দেন পুলিশে।

হাইলাইটস
- মা মারা গিয়েছেন দিন দুয়েক আগেই।
- সেই দেহ আগলে দু’দিন বসে রইলেন ছেলে।
- পুলিশ সূত্রের খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট থেকে মনে করা হচ্ছে, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন বৃদ্ধা।
প্রতিবেশীরা জানান, বৃদ্ধার স্বামীর সঞ্চিত অর্থেই কোনও ভাবে চলত মা-ছেলের। ছেলে তেমন কাজকর্ম করতেন না। তাঁদের দেখাশোনা করতে মাঝেমধ্যে বাড়িতে আসতেন বৃদ্ধার দেওর আশিস মজুমদার। প্রতিবেশীদের অভিযোগ, মা আর ছেলের মধ্যে অশান্তি লেগেই থাকতো। শুভময় তাঁর মাকে মারধরও করতেন। খবর পেয়ে আশিসই এসে মা-ছেলের মিটমাট করে দিতেন। শনিবার দুপুরেও আশিস তাঁর বৌদি ও ভাইপোকে দেখতে এসেছিলেন। তিনি সাংবাদিকদের জানান, তাঁর বৌদির পায়ে ব্যথা ছিল। ঠিকমতো দাঁড়াতে পারতেন না। শনিবার দুপুরে বৌদি তাঁর কাছে মাছ খেতে চান। তাঁর কথায়, ‘শনিবার দুপুরে বৌদি বলেছিলেন, একটু মাছ খাওয়াতে পারো? আজই হয়তো আমার শেষ দিন। আমি বৌদিকে বুঝিয়ে বাড়ি যাই।’ আশিসের দাবি, শনিবার রাত বারোটার পরে ভাইপো এক বার তাঁকে ফোন করে জানিয়েছিল, তাঁর মা আত্মহত্যা করেছেন।
তাঁর কথায়, ‘ভাইপোর মাথার সমস্যা রয়েছে, তাই ওর কথা আমি ঠিক বিশ্বাস করিনি। অত রাতে আর বাড়ি থেকে বেরও হইনি। রবিবার ব্যস্ত থাকায় আর আসা হয়ে ওঠেনি। সোমবার সকালে খবর পাই ওই বাড়িতে কিছু একটা হয়েছে।’ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অমিতা কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন। তার পর সম্ভবত শুভময়ই মায়ের দেহ নামিয়ে বিছানায় শুইয়ে দেন। পুলিশের অনুমান, দিন দুয়েক আগেই মৃত্যু হয়ে থাকতে পারে বৃদ্ধার।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ