Behala News : পর্ণশ্রীতে বৃদ্ধার দেহ আগলে বসে ছেলে – kolkata parnasree pally old woman body recovered


পর্ণশ্রীর পঞ্চাননতলায় মায়ের দেহ আগলে দু’দিন বসে রইলেন ছেলে। দুর্গন্ধ আসতেই স্থানীয়রা খবর দেন পুলিশে।

 

Behala News
পর্ণশ্রীতে বৃদ্ধার দেহ

হাইলাইটস

  • মা মারা গিয়েছেন দিন দুয়েক আগেই।
  • সেই দেহ আগলে দু’দিন বসে রইলেন ছেলে।
  • পুলিশ সূত্রের খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট থেকে মনে করা হচ্ছে, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন বৃদ্ধা।
এই সময়: মা মারা গিয়েছেন দিন দুয়েক আগেই। সেই দেহ আগলে দু’দিন বসে রইলেন ছেলে। সোমবার সকালে ঘর থেকে দুর্গন্ধ আসতেই স্থানীয়রা খবর দেন পুলিশে। ঘটনাটি পর্ণশ্রীর (Parnasree Pally) পঞ্চাননতলার। পর্ণশ্রী থানার পুলিশ (Parnasree Police) বাড়ি গিয়ে দেখে, বিছানায় পড়ে বৃদ্ধার নিথর দেহ। তাতে পচনও ধরে গিয়েছে। পাশে বসে বছর তিরিশের ছেলে। স্থানীয়রা প্রথমে সন্দেহ করেছিলেন, বৃদ্ধাকে মারধর করে ছেলেই মেরে ফেলেছেন। যদিও পুলিশ সূত্রের খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট থেকে মনে করা হচ্ছে, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন বৃদ্ধা। পুলিশ জানিয়েছে, মৃতার নাম অমিতা মজুমদার (৭২)। বছর দুয়েক আগে তাঁর স্বামী মারা গিয়েছেন। ছেলে শুভময়কে নিয়ে থাকতেন বৃদ্ধা। পড়শি ও আত্মীয়দের কাছ থেকে জানা গিয়েছে, শুভময় মানসিক ভাবে সুস্থ নন। এ দিন সকালে প্রাতর্ভ্রমণকারীরা কয়েক জন ওই বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় কটূ গন্ধ পান। তাঁরাই খবর দেন পুলিশে।

Behala News: একাকীত্বে মানসিক অবসাদ! পর্ণশ্রীতে বন্ধ ঘর থেকে উদ্ধার ব্যাক্তির দেহ
প্রতিবেশীরা জানান, বৃদ্ধার স্বামীর সঞ্চিত অর্থেই কোনও ভাবে চলত মা-ছেলের। ছেলে তেমন কাজকর্ম করতেন না। তাঁদের দেখাশোনা করতে মাঝেমধ্যে বাড়িতে আসতেন বৃদ্ধার দেওর আশিস মজুমদার। প্রতিবেশীদের অভিযোগ, মা আর ছেলের মধ্যে অশান্তি লেগেই থাকতো। শুভময় তাঁর মাকে মারধরও করতেন। খবর পেয়ে আশিসই এসে মা-ছেলের মিটমাট করে দিতেন। শনিবার দুপুরেও আশিস তাঁর বৌদি ও ভাইপোকে দেখতে এসেছিলেন। তিনি সাংবাদিকদের জানান, তাঁর বৌদির পায়ে ব্যথা ছিল। ঠিকমতো দাঁড়াতে পারতেন না। শনিবার দুপুরে বৌদি তাঁর কাছে মাছ খেতে চান। তাঁর কথায়, ‘শনিবার দুপুরে বৌদি বলেছিলেন, একটু মাছ খাওয়াতে পারো? আজই হয়তো আমার শেষ দিন। আমি বৌদিকে বুঝিয়ে বাড়ি যাই।’ আশিসের দাবি, শনিবার রাত বারোটার পরে ভাইপো এক বার তাঁকে ফোন করে জানিয়েছিল, তাঁর মা আত্মহত্যা করেছেন।

সম্পত্তির লোভে বোন-ভাগ্নেকে খুন! পর্ণশ্রী কাণ্ডে ধৃত মৃতার ২ ভাই
তাঁর কথায়, ‘ভাইপোর মাথার সমস্যা রয়েছে, তাই ওর কথা আমি ঠিক বিশ্বাস করিনি। অত রাতে আর বাড়ি থেকে বেরও হইনি। রবিবার ব্যস্ত থাকায় আর আসা হয়ে ওঠেনি। সোমবার সকালে খবর পাই ওই বাড়িতে কিছু একটা হয়েছে।’ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অমিতা কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন। তার পর সম্ভবত শুভময়ই মায়ের দেহ নামিয়ে বিছানায় শুইয়ে দেন। পুলিশের অনুমান, দিন দুয়েক আগেই মৃত্যু হয়ে থাকতে পারে বৃদ্ধার।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *