নতুন সপ্তাহের শুরুতে বলি তারকাদের ব্যস্ততা থাকে তুঙ্গে। ক সকাল সকাল যোগা ক্লাসে ছুটেছেন মালাইকা আরোরা (Malaika Arora)। অন্যদিকে জিম থেকে বেরিয়ে ইশান খাট্টার (Ishaan Khatter) ধরা দিলেন আমাদের ক্যামেরায়। ঈষা গুপ্তাকে (Esha Gupta) দেখা গেল ডান্স ক্লাসের সামনে। দেখুন সেইসব ভিডিয়ো।