স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে হাওড়ার জগাছা থানা (Jagacha Police Station) এলাকার আরুপাড়া এলাকায় সরকারি প্রকল্পে দুর্ঘটনাটি ঘটে। বিশালাকার সিমেন্টের ট্যাঙ্ক-এর ছাদ ঢালাই করার সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে লোহার স্ট্রাকচার। সেইসময় কর্মরত প্রায় বারো জন শ্রমিক কুড়ি ফুট নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় পাঁচজন শ্রমিককে হাওড়া জেলা হাসপাতালে (Howrah District Hospital) নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে জগাছা থানার পুলিশ ও উচ্চপদস্থ আধিকারিকরা। আসেন প্রকল্পের দায়িত্বে থাকা KMDA আধিকারিকরা।
জানা গিয়েছে, ঘটনাস্থলে KMD-এর একটি প্রকল্পের কাজ চলছিল। বর্জ্য পদার্থ থেকে শক্তি উৎপাদনের জন্য এয়ারটাইট বিশালাকার সিমেন্টের ট্যাঙ্ক বানানো হচ্ছিল। ২৪ মিটার ব্যাসের সেই ট্যাঙ্কের ছাদ ঢালাইয়ের কাজ করার সময় বিকেল পাঁচটা নাগাদ বিপত্তি ঘটে। প্রকল্পের দায়িত্বে থাকা KMD-র আধিকারিক পার্থ সেন জানান, একটি বেসরকারি সংস্থাকে নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিভাবে এতবড় দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। তবে সব শ্রমিকেই উদ্ধার করা হয়েছে। দু’জন গুরুতর জখম হয়েছে। ভিতরে কেউ আটকে নেই বলে তাঁর দাবি। যদিও ভিতরে কেউ আটকে রয়েছে কিনা তা নিশ্চিত করতে পুলিশের নির্দেশে ভেঙে পড়া অংশের কাজ শুরু হয়েছে।
KMDA সূত্রে জানা গিয়েছে, এয়ারটাইট বিশালাকার সিমেন্টের ট্যাঙ্ক বানানোর জন্য ঢালাইয়ের কাজ চলছিল এদিন। সকাল থেকেই এই কাজে নিযুক্ত ছিলেন ১৫ থেকে ১৬ জন শ্রমিক। হঠাৎ বিকেলের দিকে কাজ চলাকালীন ট্যাঙ্কের একটি লোহার কাঠামো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যায়। প্রায় ২০ ফুট উপর থেকে নিচে পড়ে যান কর্মরত শ্রমিকরাও। বিকট শব্দে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারাও। সঙ্গে সঙ্গে শুরু করা হয় উদ্ধার কাজ। ভেঙে পড়া অংশের মধ্যে থেকে আহত শ্রমিকদের বের করে আনা হয়। এর মধ্যে পাঁচজন শ্রমিক ভালো পরিমাণ আহত হয়েছেন বলে জানা গিয়েছে। যে সংস্থাকে দিয়ে এই নির্মাণ কাজ করানো হচ্ছিল তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে KMD সূত্রে খবর।