স্থানীয় সূত্র খবর, মঙ্গলবার আবাস যোজনা প্রকল্পের (Pradhan Mantri Awas Yojana) সমীক্ষায় ত্রুটির অভিযোগ তুলে এক অঙ্গনওয়াড়ি কর্মীকে কেন্দ্রে আটকে রাখল এলাকার বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে কাকদ্বীপ থানার (Kakdwip Police Station) রাজনগর ঘোলা পাড়া এলাকায়। নির্যাতিত ICDS কর্মী নিপা পণ্ডা দাস জানান, আবাস যোজনা (Awas Yojana) প্রকল্পের জন্য এলাকায় সমীক্ষা করেন তিনি। সমীক্ষা করার পরে নথিপত্র BDO অফিসে জমা করেন। বিপত্তি ঘটে মঙ্গলবার সকালে। এদিন তিনি যখন নিত্যদিনের মতো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যান, সেই সময় এলাকার বেশ কয়েকজন বাসিন্দা তাঁর উপর চড়াও হন। সমীক্ষায় আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ পড়েছে, তার জন্য দোষী ওই অঙ্গনওয়াড়ি কর্মী নিপা দাস – এমনই অভিযোগ তুলে তাঁকে আটকে রাখা হয়। পরে ওই অঙ্গনওয়াড়ি কর্মী বিষয়টি ফোন মারফত স্থানীয় BDO ও পঞ্চায়েত প্রধানকে জানায়।
তবে আবাস যোজনা (Awas Yojana) নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে গ্রামবাসীদের। স্থানীয় এক গ্রামবাসী বলেন, “এঁরা আমাদের বাড়িতে সমীক্ষা করতে এসেছিল। আমাদের কাছ থেকে সব তথ্য জমা নিয়েছে। কিন্তু এখন দেখছি তালিকা থেকে নাম বাদ গিয়েছে। কিন্তু কী কারণে নাম বাদ গিয়েছে বুঝতে পারলাম না। সেই কারণে আজকে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র আমরা জিজ্ঞাসাবাদ করতে এসেছি।” স্থানীয় আরেক বাসিন্দা তাহেনুর বিবি বলেন, “আমরা গরিব লোক, নদীর ধারে থাকি। আমাদের মাটির কাঁচা বাড়ি। দীর্ঘদিন থেকে আবেদন করেও আমাদের ঘরের ব্যবস্থা করা হচ্ছে না। BDO সাহেবকে এর আগেও আমরা জানিয়েছিলাম। কিন্তু তাতেও লাভ হয়নি। সে কারণে আজকেও আমরা অভিযোগ করতে এলাম।”
প্রসঙ্গত, এর আগেও আবাস যোজনার (Awas Yojana) সমীক্ষার সঙ্গে যুক্ত থাকা এক অঙ্গনওয়াড়ি কর্মীকে ঘরবন্দি করে রাখার অভিযোগ ওঠে পুরুলিয়ায়। পুরুলিয়া-২ ব্লকের পিড়রা গ্রাম পঞ্চায়েতের জামবাদ গ্রামে এক অঙ্গনওয়াড়ি কর্মীকে তাঁর বাড়িতে দু’ঘন্টা আটকে রাখা হয় বলে অভিযোগ। ফলত, নিরাপত্তার দাবিতে একাধিক জায়গায় আন্দোলনও শুরু করেছেন আশা, অঙ্গনওয়াড়ি কর্মীরা।