Pradhan Mantri Awas Yojana : আবাস যোজনার তালিকায় নাম নেই, অঙ্গনওয়াড়ি কর্মীকে আটকে রেখে হেনস্থা কাকদ্বীপে – kakdwip local are protests on icds worker for not getting gramin awas yojana facility


West Bengal News : ফের অঙ্গনওয়াড়ি কর্মীর হেনস্থা হওয়ার ঘটনা রাজ্যে। দক্ষিণ ২৪ পরগনা (Dakshin 24 Pargana) জেলায় কাকদ্বীপ থানা (Kakdwip Police Station) এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে (ICDS Centre)) এক মহিলা কর্মীকে হেনস্থা করার অভিযোগ উঠল। আবাস যোজনায় (Awas Yojana) ঘর প্রাপকদের তালিকা থেকে নাম বাদ যাওয়ায় স্থানীয় গ্রামবাসীরা তাঁকে আটকে রাখে বলে অভিযোগ। অবশেষে গ্রামবাসীদের সমস্যা নিয়ে ওই অঙ্গনওয়াড়ি কর্মী নিপা পণ্ডা দাস স্থানীয় BDO-র সঙ্গে কথা বলেন। বঞ্চিত গ্রামবাসীদের কেন্দ্রীয় প্রকল্পের সুবিধার ব্যাপারে আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Pradhan Mantri Awas Yojana : ৩ গ্রামের একজন বাসিন্দারও নাম নেই প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায়! তুমুল ক্ষোভ মালদায়
স্থানীয় সূত্র খবর, মঙ্গলবার আবাস যোজনা প্রকল্পের (Pradhan Mantri Awas Yojana) সমীক্ষায় ত্রুটির অভিযোগ তুলে এক অঙ্গনওয়াড়ি কর্মীকে কেন্দ্রে আটকে রাখল এলাকার বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে কাকদ্বীপ থানার (Kakdwip Police Station) রাজনগর ঘোলা পাড়া এলাকায়। নির্যাতিত ICDS কর্মী নিপা পণ্ডা দাস জানান, আবাস যোজনা (Awas Yojana) প্রকল্পের জন্য এলাকায় সমীক্ষা করেন তিনি। সমীক্ষা করার পরে নথিপত্র BDO অফিসে জমা করেন। বিপত্তি ঘটে মঙ্গলবার সকালে। এদিন তিনি যখন নিত্যদিনের মতো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যান, সেই সময় এলাকার বেশ কয়েকজন বাসিন্দা তাঁর উপর চড়াও হন। সমীক্ষায় আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ পড়েছে, তার জন্য দোষী ওই অঙ্গনওয়াড়ি কর্মী নিপা দাস – এমনই অভিযোগ তুলে তাঁকে আটকে রাখা হয়। পরে ওই অঙ্গনওয়াড়ি কর্মী বিষয়টি ফোন মারফত স্থানীয় BDO ও পঞ্চায়েত প্রধানকে জানায়।

Pradhan Mantri Awas Yojana : আবাস যোজনা নিয়ে ক্ষোভ, নদিয়ায় পঞ্চায়েত অফিসে তুমুল উত্তেজনা-ভাঙচুর
তবে আবাস যোজনা (Awas Yojana) নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে গ্রামবাসীদের। স্থানীয় এক গ্রামবাসী বলেন, “এঁরা আমাদের বাড়িতে সমীক্ষা করতে এসেছিল। আমাদের কাছ থেকে সব তথ্য জমা নিয়েছে। কিন্তু এখন দেখছি তালিকা থেকে নাম বাদ গিয়েছে। কিন্তু কী কারণে নাম বাদ গিয়েছে বুঝতে পারলাম না। সেই কারণে আজকে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র আমরা জিজ্ঞাসাবাদ করতে এসেছি।” স্থানীয় আরেক বাসিন্দা তাহেনুর বিবি বলেন, “আমরা গরিব লোক, নদীর ধারে থাকি। আমাদের মাটির কাঁচা বাড়ি। দীর্ঘদিন থেকে আবেদন করেও আমাদের ঘরের ব্যবস্থা করা হচ্ছে না। BDO সাহেবকে এর আগেও আমরা জানিয়েছিলাম। কিন্তু তাতেও লাভ হয়নি। সে কারণে আজকেও আমরা অভিযোগ করতে এলাম।”

Pradhan Mantri Housing Scheme : আবাস যোজনার সমীক্ষা করতে গিয়ে হুমকি, চন্দ্রকোনায় ডেপুটেশন অঙ্গনওয়াড়ি কর্মীদের
প্রসঙ্গত, এর আগেও আবাস যোজনার (Awas Yojana) সমীক্ষার সঙ্গে যুক্ত থাকা এক অঙ্গনওয়াড়ি কর্মীকে ঘরবন্দি করে রাখার অভিযোগ ওঠে পুরুলিয়ায়। পুরুলিয়া-২ ব্লকের পিড়রা গ্রাম পঞ্চায়েতের জামবাদ গ্রামে এক অঙ্গনওয়াড়ি কর্মীকে তাঁর বাড়িতে দু’ঘন্টা আটকে রাখা হয় বলে অভিযোগ। ফলত, নিরাপত্তার দাবিতে একাধিক জায়গায় আন্দোলনও শুরু করেছেন আশা, অঙ্গনওয়াড়ি কর্মীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *