ভাইজান এলেন, দেখলেন, জয় করলেন। আদরের বোন অর্পিতা (Arpita Khan) তাঁর নিজের বাড়িতে রেখেছিলেন ভাইজানের বার্থডে পার্টি (Birthday Party)। আর সেখানে পৌঁছে আগেই ফটোগ্রাফারদের আনা কেক কেটে মিষ্টিমুখ করে তারপর ভিতরে ঢুকলেন সলমান খান (Salman Khan)। তাঁর পর পরই পার্টিতে এলেন দুই ভাই সোহেল এবং আরবাজ। এলেন তাঁদের ছেলেরাও। সব মিলিয়ে জমজমাট বার্থডে পার্টি।