Taabu In Salman Khan Birthday: সলমানের জন্মদিনে হাজির দুই প্রিয় পাত্রী – taabu and sonakshi sinha spotted at salman khan birthday party


তাবু (Taabu) আর সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha)। সলমান খানের জীবনের দুই স্পেশাল নারী। তাবুর সঙ্গে বন্ধুত্ব কয়েক দশকের। অন্যদিকে সোনাক্ষীর মেন্টর বা গডফাদার বলা যেতে পারে সলমানকে। ভাইজানের বার্থডে পার্টিতে এই দুই মানুষ আসবেন না, তাও আবার হয় নাকি! তবে শুধু কি তাবু আর সোনাক্ষী? আজ্ঞে না। এসেছিলেন তাঁর ভাগ্যশ্রীর (Bhagyashree) ছেলে অভিমণ্যু এবং সাই মঞ্জরেকরও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *