পোস্ট মর্টেম (Post Mortem) শেষে মঙ্গলবার দুপুরে হিন্দি টেলি অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Sharma) মরদেহ পৌঁছাল তাঁর মীরা রোডের ফ্ল্যাটে। দেহ নিতে পৌঁছেছিলেন তাঁর মামা। ছিলেন নিকট আত্মীয়রাও। ২৪ ডিসেম্বর সিরিয়ালের শ্যুটের ফাঁকে গ্রিনরুমেই আত্মহত্যা করেন বছর ২০-র এই নায়িকা। মৃত্যুর পর জানা যায় শিজান খানের সঙ্গে ব্রেকআপের যন্ত্রণা সহ্য করতে না পেরেই এই চরম পদক্ষেপ করেন তুনিশা। তাঁর মাও অভিযোগ তোলেন শিজানের বিরুদ্ধে। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় শিজান খানকে। মঙ্গলবার পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী বার বার পুলিশের কাছে বয়ান বদল করেছেন শিজান খান। অন্যদিকে আজই শেষকৃত্য সম্পন্ন হবে তুনিশা শর্মার।