‘ভুয়ো শিক্ষক’ -এর তালিকায় নাম রয়েছে তৃণমূল বিধায়কের মেয়ের! এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। রইল বিস্তারিত
![SSC Scam Case SSC Scam Case](https://eisamay.com/thumb/msid-96534025,imgsize-37476,width-700,height-525,resizemode-75/ssc-scam-case-96534025.jpg)
হাইলাইটস
- এবার নিয়োগ বিতর্কে নাম জড়াল উত্তর দিনাজপুর জেলার চোপড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রোশনারা বেগমের।
- তিনি চোপড়ার কালিগঞ্জ হাইস্কুলের ইংরেজি শিক্ষিকা।
- নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ বিতর্ক মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন 952 জন ‘অযোগ্য শিক্ষক’-এর নাম ও OMR শিট প্রকাশ করেছে।
- এতেই বিধায়ক কন্যার নাম রয়েছে, এমনই দাবি সোশাল মিডিয়ায় ভাইরাল।
কয়েক মাস আগেই প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছিল আদালত। এবার উত্তরবঙ্গে আরেক বিধায়কের মেয়ের নাম নিয়োগ অনিয়মে উঠে আসায় কার্যত অস্বস্তিতে রাজ্য শাসক দল। চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক তথা বর্তমানে কংগ্রেস নেতা আলী ইমরান রমজ ওরফে ভিক্টর সামাজিক মাধ্যমে দুটি OMR শিট পোস্ট করেন। তিনি দাবি করেন এই শিট বিধায়ক হামিদুর রহমানের মেয়ে ও চাকুলিয়া বিধানসভার ২০১৬ সালের BJP প্রার্থী অসীম মৃধার ভাইয়ের। যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। আলী ইমরান রমজ ফোনে জানান, শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় চলছে। এবারে তৃণমূল বিধায়কের মেয়ের নামের পাশাপাশি BJP প্রার্থীর ভাইয়ের নামও প্রকাশ পেয়েছে। এতেই স্পষ্ট যে তৃণমূল যতই জোর গলায় সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করুক যে তারা BJP-র বিরুদ্ধে লড়ছে আসলে তা নয়।
এই বিষয়টি নিয়ে BJP-র জেলা সভাপতি বাসুদেব সরকার বলেন, “২০১৬ সালে অসীমবাবু BJP-র প্রার্থী হয়েছিলেন ঠিকই কিন্তু বর্তমানে তিনি BJP-র কোনও দায়িত্বে নেই। তাঁর সঙ্গে তেমন যোগাযোগও নেই। এমন অনেকেই রয়েছেন যাঁরা BJP প্রার্থী হয়ে তৃণমূলেচলে গেছেন। তাই তারাই বলতে পারবেন। এক সঙ্গে BJP-র কোনও যোগাযোগ নেই।” এই ঘটনায় তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানান, বিষয়টি আদালতের বিচারাধীন। এই বিষয়ে কিছু বলার নেই।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ