Alisha Lehmann: পেশাদার মডেলও তাঁর সামনে ম্লান! মায়ামিতে লাস্যের আগুন জ্বালা কে এই ফুটবলার?


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইনস্টাগ্রামে ১০.৩ মিলিয়ন ফলোয়ার্স। ফুটবল ফ্যানরা এক ডাকে চেনেন অ্যাস্টন ভিলার ফরোয়ার্ড আলিশা লেহমানকে (Alisha Lehmann)। অসাধারণ ফুটবল স্কিলের পাশাপাশিই ২৩ বছরের সুইস কন্যা ফ্যানদের হৃদয় চুরি করেছেন তাঁর অসাধারণ লুকসে। লক্ষ লক্ষ মানুষ তাঁকে এক ঝলক দেখার জন্যই ইনস্টায় ঢুঁ মারেন। আপাতত আলিশা ফুটবল থেকে ব্রেক নিয়ে পাড়ি দিয়েছেন মার্কিন মুলুকে। ফ্লোরিডার বিখ্যাত ট্যুরিস্ট ডেস্টিনেশন মায়ামিতে ছুটি কাটাচ্ছেন তিনি। মায়ামির বিচে বম্বশেল ব্লন্ড আগুন জ্বেলেছেন। বাহারি বিকিনি পরে রৌদ্রস্নাত ছবিতে সমুদ্রের তট গরম করেছেন তিনি। ছবি দেখে ফ্যানদের কেউ বলছেন, ‘স্বপ্নসুন্দরী’! কেউ বা বলছেন, ‘মৎসকন্যা’। ২০১৮ সালে ওয়েস্ট হ্যামের (West Ham) হাত ধরে সুইৎজারল্যান্ডের বাসিন্দার ইংলিশ ফুটবলে আগমন।

আরও পড়ুন: Olympics: ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ কি ভারতে? ক্রীড়ামন্ত্রী বলছেন স্বপ্ন দেখার শুরু

মায়ামির বিচে আলিশা

আলিশাকে জোর টক্কর দিতে পারেন আরেক মহিলা ফুটবলার। তিনি অ্যানা মারিয়া মারকোভিচ, নামটা বললে অনেকেরই হয়তো অচেনা লাগবে। তবে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ফুটবল অনুরাগীদের কাছে, ব্লন্ড বম্বশেল ফুটবলার অত্যন্ত পরিচিত মুখ। বছর তেইশের ক্রোয়েশিয়ান ফুটবলার খেলেন সুইজারল্যান্ডের গ্রাসহুপার ক্লাব জুরিখের হয়ে। তবে মারকোভিচ ফুটবলার হিসাবে যতটা না ফ্যানদের মন কেড়েছেন, তাঁর চেয়ে অনেক বেশি চোখ টেনেছেন তাঁর রূপের ছটায়। ‘বিশ্বের সেরা সুন্দরী ফুটবলার’-এর তকমা পেয়েছেন অ্যানা। তাঁর ইনস্টাগ্রামের ১.৬ মিলিয়ন ফলোয়ার্সরা জানেন যে, অ্যানা মাঝে মধ্যেই ইনস্টায় লাস্যের আগুনে ছারখার করে দেন। এহেন অ্যানার ছবি দেখেই সম্প্রতি দুষ্টু প্রতিক্রিয়া দিয়েছেন ব্রাজিলের ‘পোস্টার বয়’ নেইমার।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *