নতুন বছরের শুরুতেই অরিজিৎ সিংয়ের (Arijit Singh) শো হওয়ার কথা। টিকিটের দাম আকাশছোঁয়া হলেও অধিকাংশ টিকিটই ইতিমধ্যেই বিক্রি হয়েছে। কিন্তু ১৮ ফেব্রুয়ারি ইকো পার্কে (Eco Park) শো আদৌ হবে কিনা, তা নিয়েই তৈরি হয়েছে জটিলতা। অন্তত হিডকো সূত্রে তেমনটাই খবর মিলেছে। বিকল্প স্থান হিসাবে মিলনমেলা প্রাঙ্গণ, নিকো পার্ক অথবা অ্যাকোয়াটিকা’র কথা বিবেচনা করা হচ্ছে বলেও জানা গিয়েছে।