Durgapur News : বন্ধুদের সঙ্গে পিকনিক করতে এসে মর্মান্তিক পরিণতি কিশোরের, চাঞ্চল্য দুর্গাপুরে – young boy drowned in ajay river at a picnic on the shore


বন্ধুদের সঙ্গে পিকনিকের আনন্দের মাঝেই দুর্ঘটনা। নদীর জলে তলিয়ে গিয়ে মৃত্যু এক দুর্গাপুরের কিশোরের।

 

Durgapur News
দুর্গাপুর

হাইলাইটস

  • বন্ধুদের সঙ্গে পিকনিকের আনন্দের মাঝেই দুর্ঘটনা।
  • নদীর জলে তলিয়ে গিয়ে মৃত্যু এক কিশোরের।
  • পুলিশ ও স্থানীয়দের প্রচেষ্টায় জল থেকে উদ্ধার হয়েছে সন্দীপের নিথর দেহ।
Durgapur : বন্ধুদের সঙ্গে পিকনিকের আনন্দের মাঝেই দুর্ঘটনা। নদীর জলে তলিয়ে গিয়ে মৃত্যু এক কিশোরের। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে (Durgapur) অজয় নদীর (Ajay River) ধারে। মৃত কিশোরের নাম সন্দীপ বারুই (১৬)। পুলিশ ও স্থানীয়দের প্রচেষ্টায় জল থেকে উদ্ধার হয়েছে সন্দীপের নিথর দেহ। ঘটনার খবর পেয়ে শোকস্তব্ধ সন্দীপের পরিবার। শোকে বিহ্বল সন্দীপের অন্যান্য বন্ধুরাও। স্থানীয় সূত্রে খবর, বুধবার টিউশন শিক্ষকের সঙ্গে পিকনিক করতে আসে সন্দীপ। কাঁকসার দেউলের অজয় নদের ধারে টিউশন শিক্ষক ও অন্যান্য বন্ধুদের সঙ্গে পিকনিক করতে আসে সন্দীপ। দুর্গাপুরের বেনাচিতির সুভাষপল্লীর বাসিন্দা সে। বুধবার সকালে টিউশন শিক্ষকের সঙ্গেই দেউলে পিকনিক করতে আসে সন্দীপ। সকাল থেকে ভালোভাবেই চলছিল পিকনিকের আয়োজন। মাঝপথে অজয়ের জলে স্নান করার ব্যাপারে পরিকল্পনা করে কয়েকজন বন্ধু।

Durgapur News : মানবিকতার নজির দুর্গাপুরে, রাশি রাশি টাকা ভর্তি ব্যাগ ফিরিয়ে দিলেন এক ব্যক্তি
বন্ধুদের সঙ্গে অজয়ের জলে স্নান করতে নেমেই ঘটে বিপত্তি। সাঁতার না জানায় অজয়ের (Ajay River) জলে তলিয়ে যায় সন্দীপ। বন্ধুরা বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। সন্দীপের এক বন্ধু বলেন, “ ঘটনার কিছুক্ষণ আগেই আমাদের সঙ্গে ওর কথা হয়। যে জায়গায় রান্না হচ্ছিল, সেখানে আমরা বসেছিলাম। ওর সঙ্গে আরও দু’জন নদীর ধারের দিকে যায়। এর কিছুক্ষণ পরে দুটো ছেলে এসে আমাদের বলে সন্দীপ জলে নেমে তলিয়ে গিয়েছে। ও এমনিতে সাঁতার জানত না। ওকে আরও দুটো ছেলে জলে নেমে খোঁজার চেষ্টা করলেও পাওয়া যায়নি।” দীর্ঘক্ষণ খুঁজে না পাওয়ার পর খবর দেওয়া হয় কাঁকসা থানার পুলিশকে (Kanksa Police Station)।

Durgapur News : বাইক আরোহীকে হেনস্থার অভিযোগ ট্রাফিক কর্মীর বিরুদ্ধে, শোরগোল দুর্গাপুরে
খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় উদ্ধার হয় কিশোরের নিথর দেহ। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। পিকনিকের আয়োজন বন্ধ করে দিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন প্রত্যেকেই। খবর পাঠানো হয় সন্দীপের বাড়িতেও। সন্দীপের মৃত্যুর খবর পেয়ে শোকে বিহ্বল পরিবার ও স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, এই অজয়ে অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে দীর্ঘদিন ধরে। যার জেরে নদীর ধারের একাধিক জায়গা গর্তে পরিণত হয়েছে। কেউ জলে নামলেও প্রথমে বুঝতে পারছে না কোথায় গর্ত আছে। যার জেরে এই মর্মান্তিক দুর্ঘটনা বলেও অনেকের অভিযোগ। এমনকি পিকনিক করতে এসে এহেন মর্মান্তিক ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে স্থানীয় এলাকাতেও।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *