Fake Gold: কষ্টিপাথরও ফেল! নকল সোনার রমরমা মালদায়, চিন্তায় ক্রেতারা – fake gold spread throughout malda market police starts investigation


Produced by Tuhina Mondal | Lipi | Updated: 28 Dec 2022, 11:42 am

সে কি সত্যিই খাঁটি সোনা? মালদার বাজার ছেয়েছে নকল সোনায়। আর এই নিয়ে রীতিমতো উদ্বেগে স্বর্ণব্যবসায়ীরা।

 

Malda News
প্রতীকী ছবি

হাইলাইটস

  • সামনে যা দেখি, জানি না সেকি আসল না নকল সোনা !
  • পাকা জহুরির চোখকেও ফাঁকি দিচ্ছে প্রতারকদের কৌশল।
  • মালদা (Malda) জেলা জুড়ে বাজারে ছেয়ে যাচ্ছে নকল সোনায়।
Malda : সামনে যা দেখি, জানি না সেকি আসল না নকল সোনা ! সত্যিই আসল সোনা চেনা দায়। পাকা জহুরির চোখকেও ফাঁকি দিচ্ছে প্রতারকদের কৌশল। মালদা (Malda) জেলা জুড়ে বাজারে ছেয়ে যাচ্ছে নকল সোনায়। চিন্তায় স্বর্ণ ব্যবসায়ীরা। শঙ্কায় পুলিশ প্রশাসনও। নকল সোনা কারবারী ধরতে তল্লাশি চালানো হচ্ছে বিভিন্ন জায়গায়। মালদার বাজারে ছেয়ে যাচ্ছে নকল সোনার কারবারে (Fake gold smuggling)। কষ্টিপাথরও এ যাত্রায় ধোঁকা খাচ্ছে। সোনা যাচাইয়ের মেশিন একাধিকবার ব্যবহার করার পর আসল-নকল বিভেদের ফল। সম্প্রতি মালদার কালিয়াচক থেকে এক পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় ৬৪ গ্রাম সোনা। যাচাই করতে নিয়ে যাওয়া হয় স্বর্ণ ব্যবসায়ীদের কাছে। কষ্টি পাথরে যাচাই করতে গিয়েও ধরা পড়েনি। পরে সোনা যাচাইয়ের টঞ্চ মেশিন দিয়ে একাধিকবার পরীক্ষা পর বোঝা যায় নকল সোনা। কালঘাম ছুটে যায় স্বর্ণ ব্যবসায়ী থেকে শুরু করে ক্রেতাদেরও। অনেক ক্ষেত্রেই এলাকার ছোট দোকানগুলিতে মেশিন থাকে না। সেই ফাঁককেই ব্যবহার করছে নকল সোনা কারবারীরা। হাত বদল হচ্ছে নকল সোনা, যাতে ভবিষ্যতে সোনার দোকানের ক্রেতা, বিক্রেতা উভয়েরই ক্ষতি।

Pradhan Mantri Awas Yojana : ‘বাড়াবাড়ি’ সত্ত্বেও আবাস যোজনার তালিকায় নাম প্রধানের স্বামীর! মালদার ঘটনায় চাঞ্চল্য
পুলিশ মনে করছে এর পেছনে একটি বড় চক্র কাজ করছে। মূলত নকল সোনা তৈরি করতে অন্য ধাতুর উপর সোনার প্রলেপ দেওয়া হয়। এক্ষেত্রে একটু মোটা প্রলেপ ব্যবহার করা হচ্ছে। খাদ থাকছে একটু কম পরিমাণে। আর সেখানেই ভেলকি দেখাচ্ছে নকল সোনার কারবারীরা। বিষয়টি নিয়ে বেজায় চিন্তিত স্বর্ণ ব্যবসায়ী এবং তাঁদের সংগঠন। বঙ্গীয় স্বর্ণ শিল্পী স্বর্ণ ব্যবসায়ী সংগঠনের সম্পাদক উজ্জল সরকার জানান, এই নকল সোনার প্রতারক বেশিরভাগ ক্ষেত্রে সাধারণ মানুষের দ্বারস্থ হচ্ছে। তাঁদের কাছে সোনা বন্ধক হিসাবে রেখে দিচ্ছে। পরে সাধারণ মানুষ প্রতারণার শিকার হচ্ছেন, কিছু ক্ষেত্রে স্বর্ণ ব্যবসায়ীরাও হচ্ছেন। আমরা এ ব্যাপারে জেলা প্রশাসনে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি। জেলার বিভিন্ন জায়গায় স্বর্ণ ব্যবসায়ীদের এ ব্যাপারে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

Malda News : বাংলা থেকে বিহারে মদ পাচারে ধৃত ২, উদ্ধার ১০০ মদের বোতল
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহে মালদা কালিয়াচকের শেখ সামিম নামে এক যুবককে গ্রেফতার করা হয়। পুলিশের কাছে খবর ছিল ওই ব্যক্তি চোরাই সোনার কারবার করে। সে সোনা বিক্রির জন্য এলাকায় নিয়ে এসেছে। কিন্তু পরে দেখা যায়, তার কাছ থেকে বাজেয়াপ্ত সোনা আসলে নকল। এরপরেই আরও নড়েচড়ে বসে জেলা প্রশাসন। সোনা পাচারের মাঝেই নকল সোনার কারবার গেঁড়ে বসেছে বলেই ধারণা পুলিশের। প্রতারক ধরতে জাল বিছানো হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *