Haldia News চাকরির নামে দুর্নীতির অভিযোগ এবার শিল্পনগরী হলদিয়ায় (Haldia)। নিয়োগের নামে দুর্নীতির অভিযোগে হলদিয়া পুরসভার ৮ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্ত কাউন্সিলরের নাম প্রশান্ত দাস (Prasant Das)। অভিযুক্তকে বৃহস্পতিবার হলদিয়া মহকুমা আদালতে তোলা হবে। গ্রেফতার প্রশান্ত দাস হলদিয়া পুরসভা (Haldia Municipality News) প্রাক্তন পুরপ্রধান শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ঘনিষ্ঠ শ্যামল আদকের (Shyamal Adak) একেবারে কাছের মানুষ বলে জানা গিয়েছে।
অভিযোগ, শিল্পনগরী হলদিয়ার (Haldia News) দুর্গাচক এলাকায় একটি কোম্পানিতে জাহাঙ্গির হোসেন নামে এক শিক্ষিত যুবককে চাকরি দেওয়ার নাম করে চার লাখ টাকা চাওয়া হয়। অভিযুক্ত কাউন্সিলর সমস্ত টাকা নিয়েও নেয় বলে অভিযোগ। অন্য পোস্টে চাকরির প্রলোভন দেখিয়ে ওই শিক্ষিত যুবককে ঢুকিয়ে দেওয়া হয় সামান্য লেবার পোস্টে। Howrah News : প্রেমে প্রত্যাখ্যাত হয়ে তরুণীকে উত্যক্ত, বারাণসী থেকে গ্রেফতার যুবক
প্রতারিত যুবক সম্প্রতি হলদিয়া দুর্গাচক থানায় (Durgachak Police Station) একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে হলদিয়া দুর্গাচক থানার পুলিশের তদন্তকারীরা। প্রাথমিক তদন্তে জানা যায় অভিযোগে সত্যতা রয়েছে। বুধবার সকালে প্রাক্তন কাউন্সিলর প্রশান্ত দাসকে ডেকে জিজ্ঞাসাবাদ করে দুর্গাচক থানার পুলিশ। কথায় অসঙ্গতির কারণে অবশেষে অভিযুক্তকে গ্রেফতার করে।
সিআই মানবেন্দ্রনাথ পাল সাংবাদিক বৈঠকে জানান, ”প্রথম জাহাঙ্গির হোসেন নামে এক যুবকের অভিযোগে আমরা তদন্তে নামি। কাউন্সিলর প্রশান্ত দাসের বিরুদ্ধে দায়ের হয় লিখিত অভিযোগ। শুধু জাহাঙ্গির নয় এলাকার বহু যুবকের কাছ থেকে চাকরি করে দেওয়ার নামে টাকা নিয়েছে বলে অভিযোগ আসছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। অভিযুক্ত কাউন্সিলরের বয়ানে একাধিক অসঙ্গতি তাই তাঁকে গ্রেফতার করা হয়।” অভিযুক্ত প্রাক্তন কাউন্সিলর প্রশান্ত দাসের স্ত্রী গৌরী দাসের দাবি,”আমার স্বামী নির্দোষ। কী কারণে গ্রেফতার করেছে বলতে পারব না। “