Khagen Murmu : BJP সাংসদের গাড়ি ঘেরাও করে ‘গো ব্যাক’ স্লোগান তৃণমূলের, হরিশ্চন্দ্রপুরে ধুন্ধুমার – bjp mp khagen murmu car surrounded by trinamool congress in malda


West Bengal Local News: মালদা উত্তরের (Malda Uttar) BJP সাংসদ খগেন মুর্মুকে (Khagen Murmu) ঘিরে বিক্ষোভ তৃণমূলের (Trinamool Congress)। এই নিয়ে উত্তপ্ত হয়ে উঠল মালদার হরিশচন্দ্রপুর। বিজেপির পূর্ব নির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে হরিশচন্দ্রপুরের BDO অফিসের দিকে যাচ্ছিল সাংসদের কনভয়। বিডিও অফিসের ঠিক ১০০ মিটার আগে তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় তৃণমূল। সাংসদের গাড়ি ঘিরে ধরে কালো পতাকা দেখানো হয়। ক্রমাগত গো ব্ল্যাক স্লোগান তুলতে থাকে তৃণমূলকর্মী। খবর পেয়ে BJP কর্মীরা ঘটনাস্থলে আসতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে। তৃণমূলকর্মীদের উদ্দেশে জয় শ্রীরাম স্লোগান তুলতে থাকে তাঁরা। বিজেপি ও তৃণমূলকর্মী সমর্থকদের মধ্য কার্যত ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এলাকায় এখনও উত্তেজনা রয়েছে। সাংসদের গাড়ি ধাওয়া করতে দেখা যায় তৃণমূলকর্মীদের।

Malda News : রাতারাতি জমি দখল করে বিক্রি, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি গ্রামবাসীদের
জানা গিয়েছে, রাজ্য জুড়ে আবাস যোজনায় ব্যাপক বেনিয়মের অভিযোগ সামনে এসেছে। এদিন হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকে বিজেপির ডেপুটেশন কর্মসূচি ছিল। ডেপুটেশন কর্মসূচিতে যোগ যাচ্ছিলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। হরিশ্চন্দ্রপুরে ঢুকতেই গোপাল কেডিয়া মোড়ের কাছে তার কনভয় আটকে দেয় তৃণমূল কর্মী সমর্থকরা। কালো পতাকা দেখিয়ে শুরু হয় গো ব্যাক স্লোগান। পালটা বিজেপি কর্মী সমর্থকরা সেখানে জড়ো হন। সাংসদের সামনে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুপক্ষ। বিজেপি সমর্থকদের দিকে লাঠি সঠা নিয়ে তেড়ে যেতে দেখা তৃণমূলকর্মীদের। বিক্ষোভে আটকে পড়ে সাংসদের কনভয়।

Malda Minor Assault : মুখ চেপে আমবাগানে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ, মালদার ঘটনায় শোরগোল
সাংসদকে বিক্ষোভ দেখানোর ঘটনায় এলাকা ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসেছে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। বিজেপির দাবি, আবাস যোজনার দুর্নীতি ধামাচাপা দিতে এই বিক্ষোভ। অন্যদিকে তৃণমূলের দাবি, সাংসদ হওয়ার পর থেকে এলাকার উন্নয়নে কোনও কাজ করেননি বিজেপি সাংসদ।

Pradhan Mantri Awas Yojana : ‘বাড়াবাড়ি’ সত্ত্বেও আবাস যোজনার তালিকায় নাম প্রধানের স্বামীর! মালদার ঘটনায় চাঞ্চল্য
উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, “গরিব মানুষের টাকা লুট করেছে তৃণমূল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টাকা নয়ছয় করছে তৃণমূল। পরিকল্পিতভাবে আমাকে আটাকানোর চেষ্টা করা হয়েছে যাতে ওদের মুখোশ সবার সামনে খুলে দিতে না পারি।” তৃণমূল নেতা সঞ্জীব গুপ্ত বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে। উন্নয়ন নিয়ে বিজেপির কথা বলার কোনও প্রয়োজন নেই। দাঙ্গা লাগতে বিজেপি এখানে এসেছে। সাংসদ এলাকার জন্য কোন কাজই করেননি।”

পশ্চিমবঙ্গের আরও খবর পাওয়ার জন্য ক্লিক করুন… মালদা জেলার খবর পাবেন এই লিঙ্কে। প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন এই সময় ডিজিটাল



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *