জানা গিয়েছে, রাজ্য জুড়ে আবাস যোজনায় ব্যাপক বেনিয়মের অভিযোগ সামনে এসেছে। এদিন হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকে বিজেপির ডেপুটেশন কর্মসূচি ছিল। ডেপুটেশন কর্মসূচিতে যোগ যাচ্ছিলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। হরিশ্চন্দ্রপুরে ঢুকতেই গোপাল কেডিয়া মোড়ের কাছে তার কনভয় আটকে দেয় তৃণমূল কর্মী সমর্থকরা। কালো পতাকা দেখিয়ে শুরু হয় গো ব্যাক স্লোগান। পালটা বিজেপি কর্মী সমর্থকরা সেখানে জড়ো হন। সাংসদের সামনে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুপক্ষ। বিজেপি সমর্থকদের দিকে লাঠি সঠা নিয়ে তেড়ে যেতে দেখা তৃণমূলকর্মীদের। বিক্ষোভে আটকে পড়ে সাংসদের কনভয়।
সাংসদকে বিক্ষোভ দেখানোর ঘটনায় এলাকা ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসেছে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। বিজেপির দাবি, আবাস যোজনার দুর্নীতি ধামাচাপা দিতে এই বিক্ষোভ। অন্যদিকে তৃণমূলের দাবি, সাংসদ হওয়ার পর থেকে এলাকার উন্নয়নে কোনও কাজ করেননি বিজেপি সাংসদ।
উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, “গরিব মানুষের টাকা লুট করেছে তৃণমূল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টাকা নয়ছয় করছে তৃণমূল। পরিকল্পিতভাবে আমাকে আটাকানোর চেষ্টা করা হয়েছে যাতে ওদের মুখোশ সবার সামনে খুলে দিতে না পারি।” তৃণমূল নেতা সঞ্জীব গুপ্ত বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে। উন্নয়ন নিয়ে বিজেপির কথা বলার কোনও প্রয়োজন নেই। দাঙ্গা লাগতে বিজেপি এখানে এসেছে। সাংসদ এলাকার জন্য কোন কাজই করেননি।”
পশ্চিমবঙ্গের আরও খবর পাওয়ার জন্য ক্লিক করুন… মালদা জেলার খবর পাবেন এই লিঙ্কে। প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন এই সময় ডিজিটাল।