New Year -এর আগেই ঘুরতে চলে গেলেন মন্দিরা বেদি। পুত্র কন্য়াকে সঙ্গে নিয়ে ঘুরতে গেলেন মন্দিরা বেদি (Mandira Bedi)। ঘুরতে যাওয়ার আগে মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport) আমাদের ক্যামেরায় ধরা দিলেন তিনি। অন্যদিকে, সানি লিওনকেও দেখা গিয়েছে মুম্বই বিমানবন্দরে। নতুন হেয়ারকাট যেন মুখের চেহারাই বদলে দিয়েছে সানির। দেখুন সেই ভিডিয়ো (Bengali News)।