প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম সংযোজন-বিয়োজন নিয়ে একাধিক পঞ্চায়েতে অফিসে তালা ঝুলল।
হাইলাইটস
- বিক্ষোভ-অবরোধ চলছিলই, যোগ হলো পঞ্চায়েত অফিসে তালা ঝোলানোও।
- প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম সংযোজন-বিয়োজন নিয়ে বিক্ষোভ উত্তরোত্তর বেড়েই চলেছে।
- কোথাও কোথাও বিক্ষোভ-অবরোধ তুলতে যাওয়া পুলিশের সঙ্গে হাতাহাতিও হয়েছে আন্দোলনকারীদের।
পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের ৯ নম্বর আনন্দপুর গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করে চলে বিক্ষোভ। ডেবরা ব্লকের ডুয়া-১ পঞ্চায়েত অফিসে আবার তালা ঝুলিয়ে দেন বেশ কিছু বিক্ষোভকারী। ডেবরার সত্যপুর-৩ গ্রাম পঞ্চায়েতের সামনেও বিক্ষোভ দেখান তালিকা থেকে বাদ পড়া বাসিন্দারা। ডেবরার বিডিও শিঞ্জিনী সেনগুপ্ত বলেন, ‘আমরা লিখিত অভিযোগ চেয়েছি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।’ ঝাড়গ্রামের বিজেপি পরিচালিত লোধাশুলি গ্রাম পঞ্চায়েতে আবাস যোজনার তালিকায় নাম না থাকার অভিযোগ তুলে বিক্ষোভ দেখান দলেরই কর্মী-সমর্থকরা। বিজেপির বিক্ষোভ চলাকালীন একদল তৃণমূলকর্মী দলীয় পতাকা নিয়ে পাল্টা বিক্ষোভ দেখাতে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়। লালগড় ব্লকের বৈতা এলাকায় ঝাড়গ্রাম-মেদিনীপুর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। ঝাড়গ্রামের সাপধরা গ্রাম পঞ্চায়েতের টেঙ্গিয়া গ্রামেও ঝাড়গ্রাম-জামবনি রাস্তা অবরোধ করেন গ্রামবাসীরা।
যোগ্যদের নাম বাদ যাচ্ছে–এমন অভিযোগে সরব হয়েছিলেন পুরুলিয়ার মানবাজার-২ ব্লকের তৃণমূল পরিচালিত বারি-জাগদা গ্রাম পঞ্চায়েতের প্রধান-সহ সদস্যরাও। শেষ পর্যন্ত দলীয় নেতৃত্বের হস্তক্ষেপে তাঁরা নিজেদের অবস্থান বদল করেন। অন্য সমস্যা দেখা দেয় বর্ধমানের পূর্বস্থলী-১ ব্লকে। প্রায় ৫,৮০০ আবেদনকারীর তথ্য পোর্টাল থেকে উধাও হয়েছে সেখানে। নতুন করে আবেদন জমা নেওয়া শুরু হতেই লম্বা লাইন পড়ে। আবার আবাস-সমীক্ষায় নিরাপত্তার দাবিতে বাঁকুড়ার বড়জোড়া ও তালডাংরার বিডিওকে স্মারকলিপি দেন অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীরা। এ কাজে অব্যাহতি চেয়ে বর্ধমানের কার্জন গেট চত্বরে বিক্ষোভ দেখান ওই কর্মীরা।
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ