Pradhan Mantri Awas Yojana: ৫০ হাজার টাকার বেশি মাসিক আয়েও যোজনায় ঘর! প্রতিবাদে বঞ্চিতদের রাস্তা অবরোধ – protest over pradhan mantri awas yojana name rigistration at jalpaiguri


PM Awas Yojana Survey: জেলায় জেলায় প্রধানমন্ত্রীর আবাস যোজনা (PM Awas Yojana) নিয়ে বিক্ষোভ অব্যাহত। প্রধানমন্ত্রী আবাস যোজনায় (Pradhan Mantri Awas Yojana) ঘর থেকে বঞ্চিত করা হয়েছে সাধারণ মানুষ ও দরিদ্রদের। এই অভিযোগে বুধবার জলপাইগুড়ি (Jalpaiguri) রংধামালী সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন পাতকাটা অঞ্চল অন্তর্গত ডোডালিয়া পাড়ার বাসিন্দারা। প্রায় আধঘন্টা পথ অবরোধ করে চলে বিক্ষোভ। পরে জলপাইগুড়ি কোতোয়ালি থানার (Jalpaiguri Police Station) পুলিশ গিয়ে অবরোধ মুক্ত করে।

অভিযোগ, এলাকার যারা ঘর পাওয়ার দাবিদার তাদেরকে বঞ্চিত করা হয়েছে। আর যাদের মাসিক উপার্জন 50,000 টাকারও বেশি তাদেরকেই বেছে বেছে আবাস যোজনার ঘর দেওয়া হচ্ছে। প্রকৃত দাবিদাররা বঞ্চিতই রয়ে যাচ্ছেন। যোজনায় ঘরের দাবিতে বাধ্য হয়েই তারা পথ অবরোধে সামিল হয়েছেন বলে জানান বাসিন্দারা। অবরোধের কারণে ব্যস্ততম এই রাস্তায় অল্প সময়ের মধ্যে প্রচুর যানবাহন আটকে পড়ে। বিপর্যস্ত হয়ে পড়ে যান পরিবহণ ব্যবস্থা।

Pradhan Mantri Awas Yojana : ৩ গ্রামের একজন বাসিন্দারও নাম নেই প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায়! তুমুল ক্ষোভ মালদায়

এলাকার বাসিন্দা নূপুর রায়ের অভিযোগ, সার্ভে করার পর তালিকায় যাদের নাম থাকার কথা ছিল, তা না করে যাদের বাড়িতে সার্ভের জন্য যাওয়াই হয়নি তাদের নাম ঘর পাওয়ার তালিকায় রাখা হয়েছে। এর প্রতিবাদেই তাদের এই পথ অবরোধ কর্মসূচি বলে জানান তিনি। বহুক্ষণ সড়ক অবরোধ থাকায় আটকে পড়ে প্রচুর গাড়ি। পরিস্থিতির অবনতি হওয়ায় আশঙ্কা সেখানে আসে পুলিশ। তাদের কাছেও নিজেদের ক্ষোভ উগরে দেন বাসিন্দারা। পরে পুলিশের মধ্যস্থতায় এদিন অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

Pradhan Mantri Awas Yojana : আবাস যোজনা নিয়ে SUCI-র বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি মথুরাপুরে

প্রধানমন্ত্রী আবাস যোজনায় (PM Awas Yojana) উপভোক্তাদের চূড়ান্ত তালিকা তৈরি করে অনুমোদন দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে ৩১ ডিসেম্বর। ওই সময়ের মধ্যেই পশ্চিমবঙ্গকে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের স্থির করে দেওয়া ‘কোটা’য় ১১ লাখ ৩৬ হাজার ৪৮৮ জনের নাম চূড়ান্ত করতে হবে। এখনও জেলায় জেলায় বিক্ষোভ ও দুর্নীতির অভিযোগ নিয়ে লেজে-গোবরে অবস্থা। । নবান্নর (Nabanna) এক শীর্ষ কর্তা জানান, যোগ্যরা যাতে তালিকায় ঠাঁই পায়, সেজন্য স্বচ্ছতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *