Saayoni Ghosh : ‘২০১৮ সালে পঞ্চায়েতের টিকিট কে বিক্রি করছিল?’ শুভেন্দু’র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সায়নীর – trinamool youth leader saayoni ghosh criticized suvendu adhikari


West Bengal News : ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের টিকিট বিক্রি করেছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)– বিস্ফোরক অভিযোগ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ তৃণমূল যুব নেত্রী সায়নী ঘোষের (Saayoni Ghosh)। মালদার (Malda) বামনগোলায় (Bamongola) তৃণমূলের এক কর্মসূচি থেকে সায়নী ঘোষের (Saayoni Ghosh) মন্তব্য, “২০১৮ সালে পঞ্চায়েতের টিকিট গুলো কে দিয়েছিল ? টিকিটগুলো কে বিক্রি করেছিল? এখন উনি বলছেন, এই দলে সবাই চোর। এতদিন উনি ছিলেন, কেন বুঝতে পারেননি ? নাকি নিজেরও কিছু পার্সেন্ট ছিল।”

Saayoni Ghosh : ‘…জোকার পার্টি’, বিরোধীদের তুলোধনা সায়নী ঘোষের
কেন্দ্রের জনবিরোধী নীতি সহ পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মালদার (Malda) বামনগোলায় (Bamangola) প্রতিবাদ সভার আয়োজন করে জেলা তৃণমূল নেতৃত্ব। বামনগোলা ব্লকের পাকুয়ার সরিষা হাটে অনুষ্ঠিত হলো প্রতিবাদ সভা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সায়নী ঘোষ (Saayoni Ghosh)। সভার শুরু থেকেই রাজ্য BJP নেতৃত্বের বিরুদ্ধে সরব হন সায়নী। বক্তব্যের মাঝেই তাঁকে অভিযোগ করতে শোনা যায়, ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Elections) টিকিট বিক্রি করছিলেন তৎকালীন তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এমনকি, বিভিন্ন জায়গায় দুর্নীতি, কাটমানির সঙ্গে তিনিও যুক্ত ছিলেন বলে ইঙ্গিত দেন তৃণমূল যুব নেত্রী। তাঁর কথায়, “এঁদের মতো কিছু ঘুণ দলে ছিল বলেই দলের এরকম অবস্থা হয়েছিল। কিন্তু এখন চিন্তা করবেন না, দিদি আছেন।”

Jaiprakash Majumder : ‘মানুষ ওকে আর ভয় পাচ্ছে না…’, নন্দীগ্রামে শুভেন্দুকে আক্রমণ জয়প্রকাশের
পাশাপাশি, তৃণমূলের একের পর এক পঞ্চায়েত প্রধান, উপ প্রধানের ইস্তফা দেওয়ার বিষয়টিকে নিয়েও মুখ খোলেন সায়নী (Saayoni Ghosh)। তাঁর কথায়, গত পাঁচ বছর ধরে দলের অনেকে সরকারি পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ করেনি। তাঁদেরকে চিহ্নিত করে বহিষ্কার করার পদক্ষেপ করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নির্দেশে সেই কাজই ইতিমধ্যে শুরু হয়েছে বলে দাবি করেন তিনি। আগামী পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Elections) দলের কোনও প্রতিনিধি সন্ত্রাসের পথ বেছে নিলে নির্বাচনের পর তাঁদের বিরুদ্ধে দল সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে বলে সভায় উপস্থিত কর্মী, সমর্থকদের আশ্বাস তৃণমূল যুব নেত্রী।

Malda News : পাচার হচ্ছে গুরুত্বপূর্ণ নথি? পঞ্চায়েতের ভ্যান আটকে বিক্ষোভ চাঁচলে
মালদায় (Malda) এদিনের মিটিংয়ে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, জেলা তৃণমূলের সভাপতি আব্দুল রহিম বক্সী, যুব তৃণমূলের জেলা সভাপতি চন্দনা সরকার, সাধারণ সম্পাদক সৌমিত্র সরকার, তৃণমূলের জেলা চেয়ারম্যান সমর মুখার্জী সহ অন্যান্য জেলা ও ব্লক নেতৃত্ব। সভা শুরুতেই বড় ফুলের মালা দিয়ে শায়নি ঘোষকে সংবর্ধনা দেওয়া হয় ব্লক নেতৃত্ব তরফ থেকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *