Siliguri Bengal Safari: জঙ্গলে সিংহ থেকে রয়্যাল বেঙ্গল দেখতে ভিড়, একদিনে ৫ লাখ টাকা আয় বেঙ্গল সাফারির – siliguri bengal safari park earning made a record on christmas


West Bengal Tourism: ডিসেম্বরে উৎসবের মেজাজে গোটা বিশ্ব তথা বঙ্গ। বড়দিনে বিভিন্ন টুরিস্ট স্পটে কাতারে কাতারে মানুষের ঢল। শুধু কলকাতা বা দক্ষিণবঙ্গই নয় ভিড়ের নিরিখে রেকর্ড উত্তরেও। শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে বড়দিনে পর্যটকদের উপছে পড়ার মতো ভিড়। রেকর্ড গড়ল পার্কে আসা পর্যটকদের ঢল। একইসঙ্গে পার্কেরও লক্ষ্মীলাভ। বড়দিনে আয়ের নিরিখেও রেকর্ড গড়ল বেঙ্গল সাফারি পার্ক (Bengal Safari Park)।

পার্ক সূত্রে খবর, একদিনে আয় হয়েছে ৫ লাখ টাকা। এই রেকর্ডকে নিউ ইয়ারেও (New Year) ছাপিয়ে যাওয়ার টার্গেট নিয়েছে বেঙ্গল সাফারি পার্ক (Bengal Safari Park Ticket)। রবিবার ছিল বড়দিন। এ বছর বড়দিনে রেকর্ড আয় করেছে শিলিগুড়ির (Siliguri News) বেঙ্গল সাফারি পার্ক। সেদিন বেঙ্গল সাফারি পার্কে প্রায় ৩,৪৭৪ জন দর্শক এসেছেন বলে জানা গিয়েছে। পার্কে টিকিট বিক্রি করেই সেদিন প্রায় ৫ লাখ টাকা আয় করেছে বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ। যা অন্যান্য সময়ের তুলনায় যথেষ্ট বেশী। এই আয়ে স্বাভাবিকভাবেই খুশি রয়েছে কর্তৃপক্ষ। নতুন বছরের প্রথম দিনে সেই আয় যাতে আরও বাড়ানো যায় তা নিয়ে বেশকিছু পরিকল্পনা সারছে বেঙ্গল সাফারি পার্ক। শীতের মরশুম আসতেই এখন বেঙ্গল সাফারি পার্ক রীতিমতো পর্যটক ও দর্শকে ঠাসা রয়েছে। ছুটির দিন ও রবিবার বেঙ্গল সাফারি পার্কে দর্শকদের ভিড় অন্যান্যদিনের তুলনায় অনেকটাই বেশী থাকছে। ইতিমধ্যেই নিউ ইয়ারের জন্য বেশকিছু পরিকল্পনাও নিয়েছে পার্ক কর্তৃপক্ষ।

Eco Park Kolkata: সপ্তম আশ্চর্য টেক্কা দিল বাকি কলকাতাকে, বড়দিনে রেকর্ড ভিড় ইকোপার্কে

রবিবার বড়দিনে পার্কে যে পরিমাণ ভিড় হয়েছে তা দেখে পয়লা জানুয়ারিতে আগেভাগে পার্ক খোলার চিন্তাভাবনা করছে কর্তৃপক্ষ। এছাড়াও সেদিন দর্শকদের কথা ভেবে যাতে পার্ক একটু বেশী সময় খোলা রাখা যায় তা চিন্তাভাবনা করছে কর্তৃপক্ষ। সেদিন রাইডের সংখ্যাও বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

Darjeeling Weather: দার্জিলিং-সিকিমে কবে তুষারপাত? পর্যটকদের সুখবর শোনাল হাওয়া অফিস

বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর কমল সরকার জানান, বড়দিনে প্রায় সাড়ে তিন হাজারের কাছাকাছি দর্শক এসেছিল পার্কে। প্রায় ৫ লাখ টাকা আয় হয়েছে। যেকারণে নতুন বছরের প্রথম দিনে আধঘন্টা আগে পার্ক খোলা ও পার্ক দেরীতে বন্ধ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেদিন দর্শকদের জন্য বাস রাইডের সংখ্যাও বাড়ানোর চিন্তা করা হয়েছে। অন্যান্য সময় সকাল ৯ টায় পার্ক খুললেও নিউ ইয়ারে আধঘণ্টা আগে পার্ক খোলার ব্যাপারে চিন্তাভাবনা চলছে। এছাড়াও যেভাবে টিকিটের চাহিদা বাড়ছে তাতে অনলাইনে টিকিট বুকিংয়ের কথাও বলা হচ্ছে দর্শকদের।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *