ওএমআর শিটে এ বার নতুন বিতর্ক। নিজাম প্যালেসে ৬ জন অভিযোগ নিয়ে সিবিআইয়ের দ্বারস্থ হয়েছেন। তাঁদের দাবি, তাঁরা যোগ্য।

হাইলাইটস
- ওএমআর শিটে যাঁরা নম্বরে কারসাজি করেছেন, তাঁদের তালিকায় কি ঢুকে গিয়েছে যোগ্য চাকরিপ্রাপক এবং আন্দোলনকারীদের নামও!
- এই নিয়েই এ বার নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
- মঙ্গলবার নিজাম প্যালেসে মোট 6 জন এমনই অভিযোগ নিয়ে সিবিআইয়ের দ্বারস্থ হয়েছেন।
এ দিন যে ৬ জন নিজাম প্যালেসে সিবিআই অফিসে যান, তাঁরা দাবি করেছেন, ইতিহাসের প্রশ্ন ভুলের মামলায় হাইকোর্টের নির্দেশে তাঁদের ১ নম্বর বেড়ে গিয়েছিল। এই বিভ্রান্তির কারণেই ওএমআর শিটে কারচুপি করা প্রার্থীদের তালিকায় তাঁদের নাম ঢুকে গিয়ে থাকতে পারে, এমনটা তাঁদের মনে হচ্ছে। ওই ৬ জন মঙ্গলবার কেন্দ্রীয় গোয়েন্দাদের সঙ্গে দেখা করে এই বিষয়ে সবিস্তার জানিয়েছেন। ৯৫২ জনের তালিকায় এমন আরও ১৫ জনের নাম থাকা নিয়ে অভিযোগ উঠছে বলে সিবিআই সূত্রের খবর। ওই ৬ জনের দাবি, ৯৫২ জনের যে তালিকা রয়েছে, তাতে নাম উঠে যাওয়ায় বিভিন্ন মহলে মানসিক ভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে তাঁদের। কিন্তু বাস্তবে সেই তালিকায় তাঁদের নাম ঢোকার কথা নয়।
যদিও এসএসসি সূত্রের খবর, প্রকাশিত তালিকায় কোর্ট অর্ডারের কারণে নম্বর বাড়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। আন্দোলনকারীদের বক্তব্য, এই তালিকায় কেন যোগ্যদের নাম দেওয়া হয়েছে, সেই প্রশ্ন শিগগিরি আদালতে তুলবেন তাঁরা। সিবিআই সূত্রের খবর, বিষয়টি তারাও গুরুত্ব দিয়ে দেখছে। কোথায় গোলমাল হয়েছে, তা খতিয়ে দেখা হবে বলে ওই ৬ জনকে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
