SSC Scam : কারচুপির লিস্টে নাম! সিবিআইয়ে গেলেন ৬ – ssc scam 6 teachers went nizam palace claiming that they are eligible


ওএমআর শিটে এ বার নতুন বিতর্ক। নিজাম প্যালেসে ৬ জন অভিযোগ নিয়ে সিবিআইয়ের দ্বারস্থ হয়েছেন। তাঁদের দাবি, তাঁরা যোগ্য।

 

SSC Scam
কারচুপির লিস্টে নাম! সিবিআইয়ে গেলেন ৬

হাইলাইটস

  • ওএমআর শিটে যাঁরা নম্বরে কারসাজি করেছেন, তাঁদের তালিকায় কি ঢুকে গিয়েছে যোগ্য চাকরিপ্রাপক এবং আন্দোলনকারীদের নামও!
  • এই নিয়েই এ বার নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
  • মঙ্গলবার নিজাম প্যালেসে মোট 6 জন এমনই অভিযোগ নিয়ে সিবিআইয়ের দ্বারস্থ হয়েছেন।
এই সময়: এ বার নতুন বিতর্ক। ওএমআর শিটে (OMR Sheet) যাঁরা নম্বরে কারসাজি করেছেন, তাঁদের তালিকায় কি ঢুকে গিয়েছে যোগ্য চাকরিপ্রাপক এবং আন্দোলনকারীদের নামও! এই নিয়েই এ বার নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মঙ্গলবার নিজাম প্যালেসে (Nizam Palace) মোট ৬ জন এমনই অভিযোগ নিয়ে সিবিআইয়ের (CBI) দ্বারস্থ হয়েছেন। তাঁদের দাবি, তাঁরা যোগ্য। হাইকোর্টের (Calcutta High Court) একটি মামলায় তাঁদের নম্বর বেড়েছিল। তা সত্ত্বেও স্কুল সার্ভিস কমিশন (SSC) সম্প্রতি যে ৯৫২ জনের নামের তালিকা প্রকাশ করেছে, তাতে তাঁদের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। এর ফলে বিভিন্ন মাধ্যমে মানসিক ভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে তাঁদের সবাইকে। শিক্ষক-দুর্নীতির (SSC Scam) তদন্তে ওএমআর শিটে কারচুপি করে নম্বর বাড়ানোর অভিযোগ ওঠে। কলকাতা হাইকোর্ট বিষয়টি নিয়ে কড়া ভৎর্সনাও করে এসএসসি-কে। এর পরেই কমিশন নবম-দশমের ৯৫২ জন শিক্ষকের তালিকা প্রকাশ করে। সেই তালিকায় শিক্ষক নিয়োগের দুর্নীতির বিরুদ্ধে যাঁরা আন্দোলন করছেন এবং যাঁরা সত্যিকারের যোগ্যতার ভিত্তিতে চাকরি করছেন, তাঁদের কয়েক জনের নামও তোলা হয়েছে বলে নতুন করে অভিযোগ উঠল।

SSC Scam : ‘মিডলম্যান’ শিক্ষকরাও? CBI স্ক্যানারে ৯ নাম
এ দিন যে ৬ জন নিজাম প্যালেসে সিবিআই অফিসে যান, তাঁরা দাবি করেছেন, ইতিহাসের প্রশ্ন ভুলের মামলায় হাইকোর্টের নির্দেশে তাঁদের ১ নম্বর বেড়ে গিয়েছিল। এই বিভ্রান্তির কারণেই ওএমআর শিটে কারচুপি করা প্রার্থীদের তালিকায় তাঁদের নাম ঢুকে গিয়ে থাকতে পারে, এমনটা তাঁদের মনে হচ্ছে। ওই ৬ জন মঙ্গলবার কেন্দ্রীয় গোয়েন্দাদের সঙ্গে দেখা করে এই বিষয়ে সবিস্তার জানিয়েছেন। ৯৫২ জনের তালিকায় এমন আরও ১৫ জনের নাম থাকা নিয়ে অভিযোগ উঠছে বলে সিবিআই সূত্রের খবর। ওই ৬ জনের দাবি, ৯৫২ জনের যে তালিকা রয়েছে, তাতে নাম উঠে যাওয়ায় বিভিন্ন মহলে মানসিক ভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে তাঁদের। কিন্তু বাস্তবে সেই তালিকায় তাঁদের নাম ঢোকার কথা নয়।

SSC Scam : OMR-এ চাপা পড়ে লড়াইয়ের ইতিহাস
যদিও এসএসসি সূত্রের খবর, প্রকাশিত তালিকায় কোর্ট অর্ডারের কারণে নম্বর বাড়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। আন্দোলনকারীদের বক্তব্য, এই তালিকায় কেন যোগ্যদের নাম দেওয়া হয়েছে, সেই প্রশ্ন শিগগিরি আদালতে তুলবেন তাঁরা। সিবিআই সূত্রের খবর, বিষয়টি তারাও গুরুত্ব দিয়ে দেখছে। কোথায় গোলমাল হয়েছে, তা খতিয়ে দেখা হবে বলে ওই ৬ জনকে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *