আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে (Panchayat Election) পাখির চোখ করে সংগঠন মজবুত করতে উদ্যোগী গেরুয়া শিবির। এরই অঙ্গ হিসেবে রাজ্যের বিভিন্ন জেলায় কর্মীসভা এবং বুথ ভিত্তিক সম্মেলন করছে জেলা বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার উত্তর দিনাজপুরের ইটাহার ব্লকের চালুনিয়া এলাকায় কর্মী সম্মেলন করল বিজেপি। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, জেলা সভাপতি বাসুদেব সরকার সহ অন্যান্য নেতৃত্ব। এদিনের অনুষ্ঠান থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরব হতে শোনা যায় তাঁকে।
অন্যদিকে, আদালতের নির্দেশে সরকারি স্কুলে গ্রুপ ডি (Group D) পদে কর্মরত ওএমআর শিট (OMR Sheet) কারচুপি করা প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে পর্ষদ। এরপরেই শুরু হয়েছে বিতর্ক। নিয়োগ বিতর্কের তালিকায় উঠে এসেছে বিজেপি ঘনিষ্ঠদের নামও। এ প্রসঙ্গে সুকান্ত বলেন, “যাঁর নাম থাকে থাকুক। অন্যায় ভাবে যাঁরা চাকরি পেয়েছে তাঁদের সকলের চাকরি যাবে। কিন্তু প্রশ্নটা হল চাকরিটা দিল কে? যারা অন্যায় ভাবে চাকরি পেয়েছে তাদের তো চাকরি যাচ্ছে। কিন্তু যারা টাকার বিনিময়ে চাকরি দিয়েছে সেই মাথাগুলোকে সবার আগে টানা উচিত।” উল্টোদিকে, শাসক দলের পদস্থ বা ঘনিষ্ট প্রার্থীদের নাম নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তিনি। সুকান্তর কথায়, সবই তৃণমূলের নেতাদের ছেলে, মেয়ে, স্ত্রী। মনে হচ্ছে ওরাই পড়াশোনা করেছে গোটা ভারতবর্ষে। আর কেউ করে না। তৃণমূলের সবার চাকরি হয়েছে। বাড়ির পোষা কুকুর, বেড়ালগুলোর শুধু চাকরি হয়নি, এই আমাদের সৌভাগ্য।