তাঁর মতে, তৃণমূলের উপর মহল থেকে শুরু করে নীচু মহল, সর্বক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটছে। তৃণমূল নেতাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana) সহ একাধিক ক্ষেত্র থেকে কোটি কোটি টাকা চুরির অভিযোগ আনেন তিনি। সেই সঙ্গে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে চুরি ও সন্ত্রাস সৃষ্টিরও অভিযোগ করে সরব হন। ওই বিজেপি নেতা আরও বলেন যে বর্তমানে সারা রাজ্যে লুঠের পরিবেশ তৈরি করেছে শাসক দল। প্রতিটি নেতার বাড়িতে তল্লাশি চালালে কোটি কোটি টাকা মিলবে বলেও দাবি করেন। সেই সঙ্গে ঘটনার তদন্তেরও দাবি করেছেন তিনি। যদিও বিজেপির অভিযোগ নস্যাৎ করেছেন জেলা তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস। ছবির সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ছবি শেয়ার করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করেন বিরোধীদের বিরুদ্ধে। বিরোধীদের এই ধরনের কাজকে সাধারণ মানুষ কোনও গুরুত্ব দিচ্ছেন না বলে দাবি করেন।
তাঁর মতে, তৃণমূলের কেউ যদি বড় ব্যাবসাদার হয়, তবে তো তার বাড়িতে টাকা থাকবেই। এটা নিয়ে বিজেপি বাজার গরম করতে চাইছে বলে অভিযোগ করেন ওই তৃণমূল নেতা। জেলা তৃণমূল মুখপাত্রের মতে, সামনে পঞ্চায়েত নির্বাচন। মানুষের কাছ থেকে বিতারিত হয়েছে বিরোধীরা। তাই হারানো জমি ফিরে পেতে কুৎসার আশ্রয় নেওয়া হচ্ছে। তবে, এতে কোনও লাভ হবে না বলেও দাবি করেন প্রসেনজিৎ। কয়েকদিন আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের বাড়ি থেকে প্রচুর টাকা উদ্ধার করে ইডি। এ নিয়ে চাঞ্চল্য তৈরি হয় রাজ্যে। সেই ঘটনার রেশ কাটাতে না কাটকে, এবার ব্লক স্তরের তৃণমূল নেতার ছেলের টাকার পাহাড়ের ছবি, শাসক দলের উপর বাড়তি চাপ তৈরি হল।