Today Weather Report: আজই শীতের ‘কামব্যাক’, প্রবল তুষারপাতের সম্ভাবনা জম্মু-কাশ্মীরে – weather today temperature may fall in kolkata


West Bengal Weather Update Today: কুয়াশার একচেটিয়া দাপট, শীত এখনও নিরুদ্দেশ। কিন্তু, আজ বিকেল থেকেই আবহাওয়ার বড় পরিবর্তন ঘটার সম্ভাবনা রয়েছে। কমবে দক্ষিণা বাতাসের প্রভাব। রাজ্যে উত্তুরে হাওয়ার অবাধ প্রবেশ ঘটতে পারে। আর এর জেরেই শীতের আমেজ ফিরতে চলেছে। আগামী তিন দিনে পাঁচ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রার পারদ। বুধবারও শহর কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি উপরে। সকালের আকাশ ছিল আংশিক মেঘলা। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হতে চলেছে। বৃষ্টিপাতের আলাদা করে কোনও সম্ভাবনা নেই। বৃহস্পতি ও শুক্রবার তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রার পারদ। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় ছিল ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ সর্বনিম্ন ৫৬ এবং সর্বাধিক ৯৩ শতাংশ। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা নামতে পারে।

Kolkata Weather: উষ্ণতম দিনে…! ডিসেম্বরে রেকর্ড গড়ল শহরের তাপমাত্রা
আজ থেকে রাজ্যে হাওয়া বদল (Weather Today)…
বঙ্গে শীতের দেখা নাই। বড়দিন কার্যত কেটেছে উষ্ণ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, জাঁকিয়ে শীত কবে পড়বে। এবার এই বিষয়ে আশার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। সন্ধ্যের পর বাড়বে উত্তুরে হাওয়া। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা একধাক্কায় অনেকটাই নামতে পারে। তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত পারদ পতনের সম্ভাবনা রয়েছে। কিন্তু, নিউ ইয়ার এবং নিউ ইয়ার ইভে কলকাতায় জাঁকিয়ে ঠান্ডা পড়ার কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা র জন্য তাপমাত্রা বাড়বে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। নতুন বছরে অবশ্য সেখানে তাপমাত্রা কমার সম্ভাবনা।

West Bengal Weather Update: ফের জাঁকিয়ে শীতের পূর্বাভাস, চলতি সপ্তাহেই হাওয়া বদলের সম্ভাবনা
তুষারপাতের প্রবল সম্ভাবনা…
বছর শেষে তুষারপাতের সম্ভাবনা উত্তর-পশ্চিম ভারতের হিমালয় সংলগ্ন পার্বত্য এলাকার রাজ্যগুলিতে। তুষারপাতের প্রবল সম্ভাবনা জম্মু-কাশ্মীর, লাদাখ, কাশ্মীর ভ্যালি, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড সহ পশ্চিম হিমালয়ের পার্বত্য এলাকায়। অন্যদিকে, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে অরুণাচল প্রদেশে বছরের শুরুতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশার দাপট দেখা যাবে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড় ,দিল্লি ও উত্তরপ্রদেশে। চরম শৈত্য প্রবাহের সর্তকতা থাকছে রাজস্থানে।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *