আজ থেকে রাজ্যে হাওয়া বদল (Weather Today)…
বঙ্গে শীতের দেখা নাই। বড়দিন কার্যত কেটেছে উষ্ণ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, জাঁকিয়ে শীত কবে পড়বে। এবার এই বিষয়ে আশার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। সন্ধ্যের পর বাড়বে উত্তুরে হাওয়া। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা একধাক্কায় অনেকটাই নামতে পারে। তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত পারদ পতনের সম্ভাবনা রয়েছে। কিন্তু, নিউ ইয়ার এবং নিউ ইয়ার ইভে কলকাতায় জাঁকিয়ে ঠান্ডা পড়ার কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা র জন্য তাপমাত্রা বাড়বে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। নতুন বছরে অবশ্য সেখানে তাপমাত্রা কমার সম্ভাবনা।
তুষারপাতের প্রবল সম্ভাবনা…
বছর শেষে তুষারপাতের সম্ভাবনা উত্তর-পশ্চিম ভারতের হিমালয় সংলগ্ন পার্বত্য এলাকার রাজ্যগুলিতে। তুষারপাতের প্রবল সম্ভাবনা জম্মু-কাশ্মীর, লাদাখ, কাশ্মীর ভ্যালি, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড সহ পশ্চিম হিমালয়ের পার্বত্য এলাকায়। অন্যদিকে, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে অরুণাচল প্রদেশে বছরের শুরুতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশার দাপট দেখা যাবে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড় ,দিল্লি ও উত্তরপ্রদেশে। চরম শৈত্য প্রবাহের সর্তকতা থাকছে রাজস্থানে।
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে।