সায়েন্স সিটি পুরো চত্বরে ঘোরার জন্য একটি টয় ট্রেন চালানো হয়। সেই টয় ট্রেনটিই তৈরি হয়েছে অবিকল বন্দে ভারতের আদলে। তিন কামরার এই টয় ট্রেন নিয়ে উৎসাহ তুঙ্গে। সায়েন্স সিটিতে ঘুরতে আসা চার থেকে ৮৪-এর দর্শকেরাও মজেছেন এই বন্দে ভারত ট্রেন্ডে। ট্রেনের সঙ্গে সেলফি থেকে রিলস, এমনকি ভিতরে বসে ছবি তুলে সোশাল মিডিয়ায় বন্দে ভারত চেক ইন-এর ধুম পড়ে গিয়েছে। ২৫ টাকায় এমন সুযোগ আর মিলবে কোথায়! অনেকে আবার সায়েন্স সিটির এই টয় ট্রেনকে গরিবের বন্দে ভারত বুলেট বলেও বর্ণনা করেছেন।
বর্ষশেষের কয়েকদিন ছুটির মেজাজে জনতা। এই সময় সায়েন্স সিটিতে অন্যান্য সময়ের চেয়ে দর্শকের আগমনও অনেক বেশি। সকলের আকর্ষণের কেন্দ্র বিন্দুতে বন্দে ভারত ট্রেন। বেহালার স্বপ্নিল হালদার ছেলে মেয়েকে নিয়ে এই টয় ট্রেন থেকে নেমে বলেন, আসল বন্দে ভারত চাপার সুযোগ কবে পাব জানি না। আগেভাগেই ২৫ টাকায় (Vande Bharat Express Ticket Price) চড়ে নিলাম। সব মিলিয়ে বন্দে ভারতের টানে সায়েন্স সিটি মুখী জনতা। মনে করা হচ্ছে বছর শেষের কয়েকদিন ‘বন্দে ভারত’-এর টানে বিপুল ভিড় হতে চলেছে সায়েন্স সিটিতে।
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে।