বুধবার চাকরির দাবিতে নবান্নে (Nabanna) ডেপুটেশন দিতে এসে পুলিশের হাতে আটক চাকরি প্রার্থীরা। দুপুর একটা নাগাদ ঐক্য মঞ্চের প্রতিনিধিরা হাওড়ার কাজীপাড়ায় এসে জমায়েত করেন। যাঁদের মধ্যে SSC, TET, Group- D সহ নটি সরকারি পদে মহিলা ও পুরুষ চাকরি প্রার্থীরা ছিলেন। প্রত্যেকেই তাঁদের নিয়োগের দাবিতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকেন। তাঁদের দাবি ছিল, ৯ টি মঞ্চের ৯ জন প্রতিনিধি এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করে ডেপুটেশন দেবেন। কিন্ত শুরু থেকেই পুলিশের অনুমতি মেলেনি। উলটে, তাঁদের আটকাতে বিশাল পুলিশ মোতায়েন করা হয়। নবান্নে যেতে বাধা দিলে রাস্তায় বসে পড়েন আন্দোলনকারীরা। করজোড়ে পুলিশের কাছে আবেদন করেন অনুমতি দেওয়ার জন্য। কিন্তু পুলিশ কোনওভাবে এগোতে দেয়নি। এরপর পুলিশের সঙ্গে বচসা শুরু হয় আন্দোলনকারীদের। শেষে সবাইকে প্রিজন ভ্যানে তুলে শিবপুর থানায় (Shibpur Police Station) নিয়ে যাওয়া হয়।
আন্দোলনকারীদের পক্ষ থেকে আশীষ বলেন, “আমরা স্কুলে গ্রুপ সি, গ্রুপ ডি, SSC, প্রাইমারি, নবম-দ্বাদশ সব মিলিয়ে মোট ৯ টি বঞ্চিত চাকরিপ্রার্থী মঞ্চের প্রতিনিধিরা আছি। এর আগেই আমরা জানিয়েছিলাম, কোনও সরকারি আধিকারিকের সঙ্গে সরাসরি বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি। সে কারণেই আজকে আমরা নবান্নে এসেছি।” তবে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য আন্দোলনকারীরা কোনও লিখিত অনুমতি পত্র পাননি বলেই নবান্ন সূত্রে জানা গিয়েছে।
সম্প্রতি শিয়ালদহ (Sealdah) থেকে ধর্মতলায় (Dharmatala) মহামিছিলের ডাক দিয়েছিলেন নিয়োগ প্রার্থীরা। এরপরেই ২৮ ডিসেম্বরের নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ৯ টি চাকরি প্রার্থী মঞ্চ। আন্দোলনকারীরা জানিয়েছেন, মহাজোটের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ না করলে এবং যোগ্য প্রার্থীদের দ্রুত চাকরিতে নিয়োগ না করলে আগামী দিনে তাঁরা রাজ্যপালের দারস্থ হবেন। পাশাপাশি তাঁরা আন্দোলন আরও বড় আকারে করবেন। জানুয়ারি মাসে পুনরায় মহামিছিল করবেন। আন্দোলনকারীরা জানিয়েছেন যে, আগামী দিনে মহাজোটে আরও চার-পাঁচটি মঞ্চ অংশগ্রহণ করতে চলেছে।