কেমন আছেন পেলে? উদ্বেগ বাড়ালেন কিংবদন্তির কন্যা । Peles daughter says she and her family are enduring sadness and despair


জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: গত এক মাস ধরে হাসপাতালে ভর্তি পেলে (Pele)। তাঁর মৃত্যু নিয়ে গুজবও ছড়িয়েছে। এরমধ্যে অসুস্থ শরীরেও পরিবারের সদস্যদের সঙ্গে বড়দিন কাটিয়েছেন ব্রাজিলের (Brazil) কিংবদন্তি। তবে ‘ফুটবল সম্রাট’ পেলে এখনও আশঙ্কাজনক। হাসপাতালে শয্যাশায়ী। এরমধ্যে পেলের কন্যা কেলি নাসিমেন্ট ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন। সেটা দেখে উদ্বেগ আরও বেড়ে গিয়েছে। 

পেলের কন্যা কেলি লিখেছেন, তিনি ও তাঁর পরিবার ‘দুঃখিত আর হতাশ’। সেটা ভাইরাল হওয়ার পরেই নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ফুটবলপ্রেমীদের মনে। ৮২ বছরের কিংবদন্তি সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি। চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থায় উন্নতির কোনও ইঙ্গিত দেননি। বরং সূত্রের খবর, চিকিৎসায় ঠিকমতো সাড়াই দিচ্ছেন না পেলে। 

আরও পড়ুন: ATKMB vs FCG | ISL 2022-23: মধুর প্রতিশোধেই জয়ে ফিরল সবুজ-মেরুন, বছর শেষে সমর্থকদের মুখে হাসি

কয়েকদিন আগে তাঁর কন্যা জানিয়েছিলেন যে, তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন তারকা কিডনির সমস্যায় ভুগছেন। বিশেষজ্ঞদের চিকিৎসাধীন। পাশাপাশি কোলন ক্যানসারে আক্রান্তও পেলে। সঙ্গে রয়েছে হৃদযন্ত্রের সমস্যা। গত ২৯ নভেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন পেলে। 

আরও পড়ুন: Team India | Women’s T20 World Cup 2023: বিশ্বযুদ্ধের দল ঘোষণা ভারতের, ১৪ মাস পর প্রত্যাবর্তন এই ক্রিকেটারের!

এদিকে হাসপাতাল থেকে আনুষ্ঠানিকভাবে পেলের শারীরিক অবস্থা নিয়ে নতুন করে কিছু জানানো হয়নি। তাই গোটা দুনিয়ার উদ্বেগ আরও বেড়ে গিয়েছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *