Coffee House : কলেজ স্ট্রিটের পাশাপাশি প্রত্যেক জেলাতেই কফি হাউস, প্রথম ব্রাঞ্চ চালু শ্রীরামপুরে – indian coffee house opens at serampore hooghly


Indian Coffee House: কফি হাউজের (College Street) সেই আড্ডা অফুরান। কলেজ স্ট্রিটের সেই নস্টালজিয়া সঙ্গে করেই রাজ্যে প্রথমবার শুরু হল কফি হাউজের ব্রাঞ্চ। এবার হুগলির শ্রীরামপুরে চালু হচ্ছে কফি হাউজ। আগামী দিনে সমস্ত জেলাগুলিতে একটি করে ব্রাঞ্চ খোলা হবে কফি হাউজের, জানিয়েছে পরিচালন সমিতি। বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে হুগলির কফি হাউজের উদ্বোধন হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Snehasis Chakraborty ), বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjeet Chakraborty)। উদ্বোধনী অনুষ্ঠানে চিরঞ্জিত চক্রবর্তীর কণ্ঠে শোনা যায় ‘কফি হাউজের সেই আড্ডা…’ গানটি। বছরের পর বছর ধরে বাঙালি এবং বাঙালির আড্ডার অন্যতম স্থান কফি হাউজ। কিন্তু, এখনও পর্যন্ত তার কোনও ফ্র্যাঞ্চাইজি দেওয়া হয়নি। জানা গিয়েছে, হুগলির কফি হাউজের মেনু কলকাতার মতোই হতে চলেছে। দামের সামান্য তরিতফাত হলেও যা যা কলকাতা কফি হাউজে পাওয়া যেত একই পদ এবং কফি পাওয়া যাবে শ্রীরামপুরেও।

Hooghly News : পেশায় টোটো চালক, দৃষ্টিহীনদের অন্ধকার দূর করাই নেশা হুগলির ‘আশিসদা’-র
এই প্রসঙ্গে কফি হাউজের অন্যতম উদ্যোক্তা সন্দীপ রায় বলেন, “এই প্রথম কো অপারেটিভের সঙ্গে যৌথভাবে আমরা এই উদ্যোগ নিলাম। বহু বছর এই ইচ্ছে ছিল। আমাদের ইচ্ছে প্রত্যেকটা জেলায় কফি হাউজ যাতে চালু হয়। এই উদ্যোগ সে লক্ষ্যে প্রথম পদক্ষেপ।” এদিকে স্নেহাশিস চক্রবর্তী বলেন, “কলকাতার কফি হাউজ নিয়ে আমাদের আবেগ চিরন্তন। আমি শ্রীরামপুর কলেজ থেকে উচ্চ মাধ্যমিক দিয়েছি। আবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে MA করেছি। ফলে আমরা যাঁরা আড্ডা বিষয়টা ভালোবাসি তাঁদের সেই ইচ্ছে উসকে দিচ্ছে এই শাখা। কফি হাউজে গিয়ে কী খেলাম তা বড় কথা নয়। সেখানে আড্ডাটাই প্রধান।” অন্যদিকে, চিরঞ্জিৎ চক্রবর্তী বলেন, “আমরা কফি হাইসে আড্ডা খেতে যেতাম। সেখান খাওয়া দাওয়াটা বড় কথা নয়, আড্ডাটাই বড়।”

Hooghly News: মইয়ে চেপে বাইক চালিয়ে তাক লাগালেন বাংলার শতাব্দী, নাম তুললেন লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে
মান্না দের গান থেকে শুরু করে বাঙালি লেখকদের বইয়ের পাতা, বাঙালির আড্ডা চেতন মনে বড় জায়গাজুড়ে রয়েছে কফি হাউজ। কিন্তু, সেই ঐতিহ্য চাক্ষুস করতে আসতে হত কলেজ স্ট্রিটে। কিন্তু, এবার জেলা ভিত্তিতে কফি হাউজ খোলা হলে বাঙালির ‘আড্ডা সংস্কৃতি’ আরও বেশি লালিত-পালিত হবে বলেই মনে করা হচ্ছে। এদিকে, উদ্বোধনের আগে থেকেই শ্রীরামপুর কফি হাউজ নিয়ে রীতিমতো উৎসাহ নেটপাড়ায়।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *