Dilip Ghosh : ‘শহরের মধ্যে আবার হেলমেট লাগে…?’ খালি মাথায় বাইক চালানোর ব্যাখা দিলীপের – dilip ghosh driving bike without helmet at kharagpur city creates controversy


বিনা হেলমেটে বাইক চালিয়ে খড়গপুর শহরে ভ্রমণ করে বিতর্কে দিলীপ ঘোষ। হেলমেট ছাড়া ঘুরলেন তাঁর অনুগামীরাও।

 

হাইলাইটস

  • রাজনীতির ময়দানে তিনি বরাবরই ‘ঠোঁটকাটা’ বলে পরিচিত।
  • বিনা হেলমেটে বাইক চালিয়ে খড়গপুর শহরে ভ্রমণ করে বিতর্কে দিলীপ ঘোষ।
  • দুই হাতে বুলেট বাইকের স্টিয়ারিং, ঠান্ডা আটকাতে কান পট্টি, অথচ মাথা হেলমেটহীন।
West Medinipur : রাজনীতির ময়দানে তিনি বরাবরই ‘ঠোঁটকাটা’ বলে পরিচিত। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিত্যদিনই সরকারকে তুলোধনা করতে তিনি সিদ্ধহস্ত। তবে বিজেপির (BJP) অন্যতম ‘ডিসিপ্লিনড’ বয় সেই দিলীপ ঘোষই (Dilip Ghosh) নাকি এবার আইন ভাঙলেন ? বৃহস্পতিবার শীতের সাত সকালে খড়গপুরের (Kharagpur) রাস্তায় বাইক নিয়ে মিনি রাইড করতে দেখা গেল তাঁকে। দুই হাতে বুলেট বাইকের স্টিয়ারিং, ঠান্ডা আটকাতে কান পট্টি, অথচ মাথা হেলমেটহীন। প্রশ্ন করতেই তাঁর সপাট উত্তর, “শহরের মধ্যে আবার হেলমেট লাগে নাকি?” বৃহস্পতিবার সকালে বিনা হেলমেটে বাইক চালিয়ে খড়গপুর (Kharagpur) শহরে ভ্রমণ করে বিতর্কে দিলীপ ঘোষ। খড়গপুরের বোগদা থেকে শুরু করে প্রেমবাজার, আইআইটি, হিজলি সহ একের পর এক এলাকা আজ সকালে বাইকে করে ঘুরে বেড়ালেন বিজেপি সাংসদ। সাংসদ শুধু একাই নয় হেলমেট ছাড়া ঘুরলেন তাঁর অনুগামীরাও। এই দৃশ্য দেখা মিলতেই শুরু হয়েছে বিতর্ক।

Dilip Ghosh : ‘তৃণমূলের সঙ্গে না থাকলেই…’, ইকোপার্কে অরিজিতের কনসার্ট বাতিল নিয়ে বিস্ফোরক দিলীপ
বাইক থামিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে তাঁর পাল্টা উত্তর, “শহরের মধ্যে হেলমেট কে পরে? হেলমেট লাগে না। যখন বাইরে যাই, জোরে গাড়ি চালাই, তখন হেলমেট লাগে।” এ নিয়ে বিজেপি সাংসদকে বিঁধতে ছাড়েনি শাসক দল তৃণমূলও (TMC)। তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতি (Ajit Maity) বলেন, “প্রচারমাধ্যমে প্রচার পাওয়ার জন্য করছেন উনি। উনার বিরুদ্ধে পুলিশের মামলা করা উচিৎ।” তবে শীতের সকালে কড়া-মিঠে রোডের মাঝে দু’চাকায় শহর ঘুরতে পেরে এদিন বেশ চনমনেই দেখায় বিজেপি সাংসদকে। দিলীপ বলেন, “শীতের দিন বছর শেষ হয়ে যাচ্ছে। আজকে একটু ঘোরাঘুরি হয়ে গেল। শহরের মধ্যে কিছু লোকের সঙ্গে দেখা হয়ে গেল” উল্লেখ্য, সারা বছরই ভোরবেলা সকালে উঠে প্রাতঃ ভ্রমণের অভ্যাস রয়েছে বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। কলকাতায় থাকলে প্রতিদিনই তিনি ইকোপার্কে প্রাতঃভ্রমণ করতে যান।

Dilip Ghosh : ‘মানুষের চোখ খুলে গিয়েছে…’, ২০২২-র অভিজ্ঞতা ভাগ করে নিলেন দিলীপ
কলকাতার বাইরে খড়্গপুরে থাকলেও তাঁকে শহরে প্রাতঃভ্রমণ করতে দেখা যায়। অংশ নেন বিভিন্ন চা চক্রেও। এদিন সকালেও তিনি চা চক্রে যোগদান করেছিলেন। এরপরেই কয়েকজন অনুগামীকে নিয়ে তিনি বাইকে চড়ে খড়গপুর শহর ভ্রমণে বেরিয়ে পড়েন। বাইক চড়ার অভ্যাস তাঁর কম বয়সে ছিল বলেই জানান দিলীপ। মজার চলে তাঁর জবাব, “বাইক আগে চালাতাম। এখন মাঝেমধ্যে চালাই। ব্যালেন্স ঠিক আছে কিনা সেটা দেখেনি।” যদিও হেলমেট ছাড়া বাইক চালানো ট্রাফিক আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। তবে এদিন তিনি হেলমেট ছাড়া বাইক চালালেও তাঁর বিরুদ্ধে কোনও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে কি? প্রশ্ন ঘোরাঘুরি করছে শহরবাসীর মুখে।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *