Hooghly News : UGC-কমিটিতে কেন্দ্রীয় বঞ্চনা! ব্রাত্যর অভিযোগ খারিজ লকেট- সুভাষের – bjp mp locket chatterjee and subhas sarkar dismissed bratya basu claim on ugc committee


West Bengal Local News: বুধবার পাণ্ডুয়ায় BJP-র মিছিলে যোগ দিয়ে শিক্ষা ইস্যুতে তৃণমূল কংগ্রেস তথা রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। UGC-র জাতীয় শিক্ষানীতির কমিটিতে নাগাল্যান্ড, পটনা, গুয়াহাটি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা জায়গা পেলেও সেখানে নেই পশ্চিমবঙ্গের কোনও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান। কমিটিকে বাংলার স্থান না পাওয়া নিয়ে টুইট করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই প্রসঙ্গে লকেটকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “বাংলার শিক্ষায় আলো দেখিয়ে ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সেই শিক্ষা এখন জেলের ভিতর রয়েছে। তাই বাংলার প্রতিনিধিদের স্থান না দেওয়ার সিদ্ধান্ত সঠিক।” ১০০ দিনের কাজে অনলাইনে হাজিরা বাধ্যতামূলক করার পথে কেন্দ্র। সেই সিদ্ধান্তকেও স্বাগত জানিয়ে লকেট বলেন, “সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্পে যেন কোনও দুর্নীতি না হয় সেই কারণেই এই সিদ্ধান্ত।”

Hooghly News: মইয়ে চেপে বাইক চালিয়ে তাক লাগালেন বাংলার শতাব্দী, নাম তুললেন লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে
লকেট ইউজিসির সিদ্ধান্তকে সমর্থন জানালেও খানিক ভিন্ন সুর শোনা গিয়েছে কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী সুভাষ সরকারের গলায়। বুধবার সন্ধ্যায় চুঁচুড়ায় আসেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার। সেখানে জাতীয় শিক্ষানীতির কমিটিতে বাংলাকে ব্রাত্য রাখা প্রসঙ্গে তিনি বলেন, “অভিযোগ সম্পূর্ণরূপে ভিত্তিহীন। পূর্ব ও উত্তরপূর্ব ভারতে মোট ১৩ টি প্রদেশ রয়েছে। কিন্তু, কমিটি সাতজনের। সেই কারণে প্রত্যেক বছরই কিছু প্রদেশ কমিটি থেকে বাদ পড়বে। এটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া। জাতীয় শিক্ষা নীতির সম্পর্কে জনগণ, শিক্ষক, ছাত্রদের সচেতন করতেই এই কমিটি। সব রাজ্যেই সমানভাবে কর্মসূচি নেওয়া হবে। এই সব না করে রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নতির প্রতি নজর দেওয়া উচিত।”

ICDS Centre : ICDS সেন্টার উচ্ছেদ করে গিয়ে বিক্ষোভের মুখে রেল পুলিশ, ব্যান্ডেলে উত্তেজনা
বুধবার কেন্দ্রীয় সরকারে বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সরব হন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। জাতীয় শিক্ষা নীতির বাস্তবায়ন ও সচেতনা বৃদ্ধিতে একটি কমিটি তৈরি করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ইস্টার্ন জোনের কমিটিতে বাংলার কোনও প্রতিনিধি নেই, এই অভিযোগ তুলে বুধবার একটি টুইট করেন শিক্ষামন্ত্রী। “গোটা দেশে পাঁচটি জ়োনাল কমিটি তৈরি করেছে ইউজিসি। কেন্দ্র, রাজ্য, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের সেই কমিটিতে জায়াগা দেওয়া হলেও উত্তর পূর্ব ও পূর্ব জোনের কমিটিতে বাংলার ৪০ টি বিশ্ববিদ্যালয়ের একজনও প্রতিনিধি নেই। এদিকে অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ান ইউনিভার্সিটিসের সভাপতি বাংলার অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।” এই সিদ্ধান্তকে উদ্দেশ্যপ্রণোদিত বলেছে শিক্ষামন্ত্রী। উল্লেখ্য, অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ান ইউনিভার্সিটিসের সভাপতি পদে রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস।

Chinsurah Municipality : ‘অতি উৎসাহী হয়ে ওঁর বাড়ি গিয়েছেন…’, চুঁচুড়ার বিধায়ককে খোঁচা ‘মেজাজ হারানো’ পুর প্রধানের
পশ্চিমবঙ্গের আরও খবর পাওয়ার জন্য ক্লিক করুন… হুগলি জেলার খবর পাবেন এই লিঙ্কে। প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন এই সময় ডিজিটাল



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *