Kolkata Accident : বহুতল আবাসন থেকে পড়ে যুবকের রহস্যমৃত্যু, চাঞ্চল্য আলিপুরে – young man lost life for falls from multi storey residence in alipore


West Bengal News : আলিপুরে (Alipore) বহুতল আবাসনের নিজের ঘরের জানানা থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য তৈরি হল। মৃত যুবকের নাম সিদ্ধার্থ শর্মা। বয়স ৩০ বছর। ঘটনাটি ঘটেছে আলিপুর থানার (Alipore Police Station) জাজেস কোর্ট রোড এলাকা। ঘটনার তদন্ত শুরু করেছে আলিপুর থানার পুলিশ (Alipore Police Station)। বুধবার বিকেলে প্রায় চারটে নাগাদ ঘটনাটি ঘটে বলে জানা গেছে। উপর থেকে পড়ার বিকট শব্দে আশপাশ এলাকার মানুষজন ছুটে আসেন। দেখেন, আবাসনের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন সিদ্ধার্থ নামে ওই যুবক। সঙ্গে সঙ্গে আলিপুর থানায় খবর দেওয়া হয়। খবর দেওয়া হয় আবাসানের অন্যান্য বাসিন্দাদের। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে যুবককে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা সিদ্ধার্থকে মৃত বলে ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Road Accident : বেহালায় সিমেন্ট মিক্সিং গাড়ির সঙ্গে অ্যাপ বাইকের সংঘর্ষ, মৃত্যু তরুণীর
ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট জানার পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে আলিপুর থানার পুলিশ (Alipore Police Station)। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা। দেহে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি বলে জানা গেছে। উপর থেকে পড়েই সিদ্ধার্থের মৃত্যু হয়েছে বলে তদন্তকারীদের প্রাথমিক অনুমান।

Kolkata Metro : যান্ত্রিক গোলোযোগে ফের মেট্রো বিভ্রাট, চরম ভোগান্তিতে যাত্রীরা
যদিও ঘটনার পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন তদন্তকারীরা। ইতিমধ্যে মৃত যুবকের পরিবারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অসতর্কতার জন্য পড়ে গিয়ে মৃত্যু, নাকি আত্মহত্যার ঘটনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় আলিপুর থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। প্রসঙ্গত, গত এপ্রিল মাসে আলিপুর থানা (Alipore Police Station) এলাকার বর্ধমান রোডের একটি সাত তলা আবাসনের নীচে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল এক যুবকের দেহ। মৃত যুবকের নাম বিটু রাওয়াত। ২৭ বছর বয়স তাঁর। মৃত যুবক ওই আবাসনের একটি ফ্ল্যাটে বেশ কয়েক বছর ধরেই পরিচারকের কাজ করত।

Kolkata News : জঞ্জালের স্তূপে কাগজ কুড়োতে গিয়ে বিস্ফোরণ, বেহালার ঘটনায় চাঞ্চল্য
ঘটনার দিন যখন ওই যুবক বহুতল থেকে পড়ে যান, তখন তা দেখেছিলেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। তারা ছুটে এসে দেখেন ততক্ষণে মৃত্যু হয়েছে বিটু নামে ওই যুবকের। এরপরেই স্থানীয়রা ঘটনার খবর দেয় আলিপুর থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। আবাসন থেকে ঝাঁপ দিয়ে, নাকি কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, তা নিয়ে তদন্ত শুরু করে পুলিশ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *