Potato : ২ টাকা কেজি আলু, প্রচার শুনেই ক্রেতাদের হুড়োহুড়ি মুর্শিদাবাদে – potato selling two rupees per kilo in murshidabad highway


West Bengal News: সেল! সেল! সেল! মাইকে চলছে প্রচার। জলের দরে আলুর বিক্রির খবর শুনে ধেয়ে এসে জড়ো হয়েছেন স্থানীয় ক্রেতারা। বহরমপুর- ইসলামপুর রাজ্য সড়কের (Baharampur-Islampur Highway) দু’পাশে ভিড় সাধারণ ক্রেতাদের। লরির মাথায় বাঁধা মাইক ক্রমাগত ধামাকা সেল, ধামাকা সেল ঘোষণা চলছেন। ৫০ কেজির আলুর বস্তা বিক্রি হচ্ছে ১০০ টাকা দরে। অর্থাৎ প্রতি কেজি আলুর দাম দু’টাকা। সীমিত সময়ের এই সুবর্ণ অফার পেয়ে কেউ কি আর আলু না কিনে থাকতে পারেন? একশো টাকায় লরি থেকে বস্তা বস্তা আলু মাথায় নিয়ে বাড়ির পথে হাঁটছেন দৈলতাবাদ, ছয়ঘড়ি, নমাইলের বাসিন্দারা। কয়েক বছর আগেই রাজ্য সরকারে সুফল বাংলা বিপণীতে ভর্তুকিযুক্ত আলু কিনতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ। প্রত্যেকজনের জন্য বরাদ্দ ছিল মাত্র পাঁচ কেজি। এদিনও জলের দরে আলু কিনতে এখন ধরনের দীর্ঘ লাইন দেখা গেল এখানে। অনেকে ছেলে মেয়েকে নিয়ে লাইনে দাঁড়িয়েছেন খোলা বাজারের অর্ধেক দামে আলু কিনতে।

Berhampore Food Festival 2022 : ঐতিহ্যবাহী ঢেঁকি ছাঁটা চালের রকমারি পিঠে, জমজমাট বহরমপুরের খাদ্য মেলা
কিন্তু কীভাবে এত কমদামে আলু বিক্রি করা সম্ভব হচ্ছে? জানা গিয়েছে, হিমঘরে আলু রাখতে বস্তা প্রতি ৯০ থেকে ৯২.৫০টাকা ভাড়া দিতে হয়। আলু রাখার পরও কৃষকরা সেখান থেকে আর বস্তা আনতে যাচ্ছেন না। লরিতে চাপিয়ে সেই বস্তা বিকোচ্ছে একশো টাকায়। এই প্রসঙ্গে আলু ব্যবসায়ী পলাশ ঘোষ বলেন, “বাংলাতে উৎপাদিত আলুর এই অবস্থা হওয়ার কথা ছিল না। রাজ্যের চাহিদা অনুযায়ী আলু হিমঘরে মজুত ছিল না। উত্তরপ্রদেশ থেকে কম দামের হুহু করে আলু বাংলায় ঢোকায় এখানকার দামে ধস নেমেছে।”

Birbhum News : দিদিকে ডিভোর্স দিতে রাজি না হওয়ায় জামাইবাবুকে খুন
বিগত বছর রাজ্যের পাঁচ জেলায় আলুর ফলনে চরম ঘাটতি ছিল। মুর্শিদাবাদের আটটি হিমঘরে ৭১ হাজার মেট্রিক টন আলু মজুত রাখার ক্ষমতা রয়েছে। জানা গিয়েছে, রাজ্যের আলু ব্যবসায়ীরা ভেবেছিলেন তিন বছর আগের মতো এবার ৫০ কেজি আলুর বস্তা ১৮০০ টাকা বিক্রি হবে। কিন্তু, তাদের সব অঙ্ক জলে গিয়েছে। ডাকবাংলা আলু ব্যবসায়ী সমিতির সভাপতি নিশার আহম্মেদ বলেন, “ব্যবসায়ীদের সব অঙ্কে জল ঢেলে দিয়েছে উত্তরপ্রদেশ ও পঞ্জাব। অসম, বিহার, ঝাড়খণ্ডেও বাংলার আলু রফতানি কম হওয়ায় এবার আলু ব্যবসায়ীরা কার্যত পুঁজি হারিয়ে ফেলেছেন।”

Pradhan Mantri Awas Yojana : আবাসের বিতর্ক গড়াল গণইস্তফায়
আলু ব্যবসায়ীরা ক্ষতির মুখোমুখি হলেও কম দামে আলু কিনতে পেরে খুশি ক্রেতারা। ছয়ঘরির বাসিন্দা ইমরান হক বলেন, “এক আঁটি কাঁঠাল পাতার দাম ১০ থকে ১৫ টাকা। সস্তার আলু কিছু আমরা খাব। কিছু গোরু ছাগলকে খাওয়াব। গোল আলুর এমনই বেহাল দশা যে বিক্রি না হওয়ায় গড়াগড়ি খাচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *