Bollywood News : একটা সময় কথা উঠেছিল ব্রেক আপ হয়ে গিয়েছে কিয়ারা আডবাণী এবং সিদ্ধার্থ মলহোত্রার। কিন্তু ব্রেকআপ কি অতই সহজ! বিশেষ করে তাঁরা এখন পর্দার হিট জুটি যে। ব্রেক আপের খবর তুড়ি মেরে উড়িয়ে একসঙ্গে ফের একবার সিদ্ধার্থ কিয়ারা হতেই ফ্যানদের পরের প্রশ্ন ছিল কবে বিয়ের সানাই বাজছে। সেই উত্তর সরাসরি কোনও তারকার থেকেই পাওয়া যায়নি, কিন্তু তাঁরা যে প্রেমে একেবারে হাবুডুবু তা বার বার স্পষ্ট হয়েছে। সম্প্রতি ফ্যাশন ডিজাইনার মনীষ মলহোত্রার বাড়িতে যুগলকে দেখা যায়। ফের ওঠে প্রশ্ন। তাহলে কি এবার শুরু হয়ে গেছে বিয়ের প্রস্তুতি?