West Bengal News : জমি সমীক্ষককে মারধরের জের! অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ, ধুন্ধুমার জামুরিয়ায় – asansol locals are in protest at jamuria police station


Asansol News : আদিবাসী জমি সমীক্ষককে মারধরের ঘটনার বেশ কয়েকদিন কেটে গেলেও পুলিশ কোনও ব্যবস্থা না নেওয়ায়, বিক্ষোভ দেখালেন আদিবাসীরা। মারধরে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে থানার সামনে সরব হন তাঁরা। বিক্ষোভকারীরা থানার ভিতরে ঢোকার চেষ্টা করলে, বাধা দেয় পুলিশ। এই সময় কার্যত গেট টপকে থানার ভিতরে ঢুকে পড়েন প্রতিবাদীরা। আসানসোলের (Asansol) জামুরিয়া থানায় (Jamuria Police Station) এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয় উত্তেজনা।

Dakshin 24 Pargana : নামখানার কামাখ্যা মন্দিরের দরজা ভেঙে চুরি, লক্ষাধিক টাকার সম্পত্তি নিয়ে চম্পট
জানা গেছে, গত ২১ ডিসেম্বর জামুরিয়ার শিবপুরের বাসিন্দা বাদল মুর্মু পৌনিহাটি ওয়ার্কসপ এলাকায় গিয়েছিলেন জমির সমীক্ষার কাজ করতে। পৌনিহাটি ওয়ার্কসপ এলাকাটি আবার জামুরিয়ার দু’নম্বর ওয়ার্ডের অন্তর্গত। জমি সমীক্ষার কাজ চলাকালীন স্থানীয় বাসিন্দা সোম মুর্মুর নেতৃত্বে একদল মানুষ চড়াও হয় বাদলের উপর। বেধরক মারধর করতে থাকে তাঁকে। স্থানীয়রা এসে উদ্ধার করেন জমি সমীক্ষককে। গুরুতর জখম অবস্থায় বাদলকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ওই আদিবাসী জমি সমীক্ষক।এদিকে, মারধরের ঘটনায় যুক্ত অভিযুক্তরা বাদল মুর্মুর পরিবারকেও দেখে নেওয়ার হুঁশিয়ারি দিতে থাকে বলে জানা গেছে। হামলার ভয়ে এলাকা ছাড়া হয় বাদলের পরিবার।

Sonarpur TMC Clash : গোষ্ঠীদ্বন্দ্বের জের! লোহার রড দিয়ে বেধড়ক মার তৃণমূলের প্রাক্তন সভাপতিকে, চাঞ্চল্য সোনারপুরে
গত কয়েকদিন আগে বাদলের শারীরিক অবস্থার অবনতি ঘটে। মারধরের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে স্থানীয়দের পক্ষ থেকে জামুরিয়া থানায় অভিযোগও দায়ের করা হয়েছিল। সেই সঙ্গে হামলার ভয়ে ঘরছাড়া বাদলের পরিবারকে ফিরিয়ে আনার জন্য পুলিশের কাছে আবেদন জানানো হয়। কিন্তু এক সপ্তাহের কাছাকাছি হলেও, পুলিশ এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায়, বৃহস্পতিবার থানার গেটের সামনে বিক্ষোভসূচির ডাক দিয়েছিল আদিবাসী সম্প্রদায়ের একাংশ। বিক্ষোভ মঞ্চ থেকে পুলিশের বিরুদ্ধে ধিক্কার ধ্বনি দেওয়ার পাশাপাশি, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সরব হতে দেখা যায় তাঁদের।

West Bengal Local News : পিকনিকে মদ্যপ অবস্থায় পুলিশের উপর হামলা, কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার ৩
পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে কিছুক্ষণ পরে। বিক্ষোভকারীরা যাতে থানায় ঢুকতে না পারে, থানার গেটে তালা লাগিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। আর এতে আরও ক্ষেপে যায় বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের ঠেলায় ভেঙে যায় থানার গেটের দরজা। তাঁরা ঢুকে পড়ে থানা চত্বরে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য থানা আধিকারিকের সঙ্গে সাক্ষাতের জন্য পাঁচজন বিক্ষোভকারীকে অনুমতি দেয় পুলিশ। আধিকারিকের সঙ্গে দেখা করে অবিলম্বে বাদল মুর্মুকে মারধরের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানায় প্রতিনিধি দলটি। সেই সঙ্গে পরিবারকে ফেরানোর জন্য পুলিশ প্রশাসনকে ব্যবস্থা করতে হবে বলে দাবি করা হয়েছে। থানার তরফে প্রয়োজনীয় আস্বাস দিলে, পরিস্থিতি স্বাভাবিক হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *