পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত রিয়ার (Riya Kumari Murder Case) স্বামী যে সময়ের কথা উল্লেখ করেছিলেন সেই সময় আদৌ খুন করা হয়েছিল না তার আগে হত্যা করা হয়, তা খতিয়ে দেখবেন ফরেন্সিক দলের সদস্যরা। প্রকাশের গাড়ি থেকে গুলির খোল পাওয়া গেলেও তাঁকে গাড়িতে খুন করা হয়েছে কিনা, সেই বিষয় নিয়ে এখনও নিশ্চিত নন তদন্তকারী অফিসাররা। তাই রিয়ার দেহের পাশাপাশি প্রকাশের গাড়ির ফরেন্সিক পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে।
বুধবারই উলুবেড়িয়া হাসপাতালে (Uluberia Hospital) রিয়ার দেহের ময়নাতদন্ত করা হয়েছিল। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট ইতিমধ্যেই পুলিশে হাতে তুলে দেওয়া হয়েছে। সূত্রের খবর, পুলিশের অনুমান পরিকল্পিতভাবেই রিয়া কুমারীকে খুন করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, রিয়া কুমারীর দেহ গাড়ির মধ্যে শোয়ানো অবস্থায় ছিল। রিয়াকে কি ঘুমন্ত অবস্থায় খুন করা হয়েছে? প্রকাশ খুন করেছেন না রয়েছে অন্য কারও হাত? এই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারী আধিকারিকরা।
পুলিশ সূত্রে খবর, এই মুহূর্তে প্রকাশকে বাগনান থানায় রাখা হয়েছে। সেখান থেকে তাঁকে উলুবেড়িয়া আদালতে নিয়ে যাওয়া হবে। তাঁকে হেফাজতে চেয়ে জেরা করে যাবতীয় প্রশ্নের উত্তর খুঁজবে পুলিশ। উল্লেখ্য রিয়া কুমারীর পরিবারের অভিযোগের ভিত্তিতেই বুধার রাতে প্রকাশকে গ্রেফতার করা হয়। রিয়ার পরিবারে দাবি প্রকাশ তাঁকে মারধর করত। এমনকী অনেকবার তাঁকে খুনের হুমকিও দিয়েছে। ঘটনা কোন দিকে মোড় নেয় সেটাই এখান দেখার।
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে।