Youtuber Riya Kumari Murder:’প্রথম স্ত্রীয়ের সঙ্গেও ছিল সম্পর্ক, চলত মারধরও…’, প্রকাশের বিরুদ্ধে বিস্ফোরক রিয়ার দাদা – youtuber riya kumari brother speaks on that case and said prakash allegedly beaten up his wife


Howrah Shootout Update: ইউটিউবার রিয়া কুমারীর (Youtuber Riya Kumari) খুনের উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। বুধবার দিনভর জিজ্ঞাসাবাদের পর মৃতার স্বামী প্রকাশ কুমারের (Prakash Kumar) বয়ানে একাধিক অসঙ্গতি মেলায় বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করে পুলিশ। একইসঙ্গে ইউটিউবার রিয়া কুমারী ওরফে ইশা আলিয়ার দাদার মুখেও প্রকাশের বিরুদ্ধে একের পর এক অভিযোগ।

মৃতার দাদা অজয় রানার অভিযোগ, রিয়াকে বিয়ের পরও প্রথম পক্ষের স্ত্রী শ্রদ্ধার সঙ্গে সমান্তরালভাবে সম্পর্ক রেখে গিয়েছে প্রকাশ। মাঝে মাঝেই সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য রিয়াকে মারধর করত প্রকাশ বলে অভিযোগ করেন তাঁর দাদা। সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, ”রিয়া-প্রকাশের বিয়েটা ওদের পরিবারের থেকে মেনে নেয়নি। কোনওদিন সম্মান পায়নি ওদের বাড়িতে। এমনকী মাঝেমাঝেই মারধরও করা হত তাঁকে। বারবার সম্পর্ক ভেঙে ফেলার জন্য চাপ দিত।”

Riya Kumari News: প্রথম স্ত্রীর সঙ্গে ছক কষেই অভিনেত্রী রিয়াকে খুন? FIR-এ প্রকাশের প্রাক্তন শ্রদ্ধার নাম

এখানেই শেষ নয়, রিয়ার দাদার অভিযোগ, প্রথম স্ত্রীয়ের সঙ্গে সমান্তরালভাবে সম্পর্ক রেখে গিয়েছে প্রকাশ। দিন কয়েক আগেও প্রথম পক্ষের স্ত্রীয়ের তরফ থেকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ দাদার। ফোনে রিয়ার (Riya Kumari Murder Case) আড়াই বছরের সন্তানকে মেরে ফেলার, বাড়ি থেকে বার করে দেওয়ারও হুমকি দেওয়া হয় বলে দাবি অজয়ের।

একইসঙ্গে রিয়ার ভাই জানিয়েছেন, তিনি এদিন জানতেন না রিয়া-প্রকাশ কোথায় আসছেন। শুধু শুনেছিলেন ওঁরা কলকাতা আসছে শপিংয়ের জন্য। কিন্তু তারপরই থানা থেকে আসা ফোনে জানতে পারেন এই ঘটনা।

Riya Kumari Prakash Kumar: প্রথম স্ত্রী-সন্তানের কথা গোপন রেখেই রিয়াকে বিয়ে! ঝাড়খণ্ডের অভিনেত্রী খুনের নেপথ্যে সম্পর্কের টানাপোড়েন?

প্রসঙ্গত, বুধবার ভোরে ১৬ নং জাতীয় সড়কে বাগনানের চন্দ্রপুরে মহিষরেখা ব্রিজে কাছে অভিনেত্রী রিয়া কুমারীকে তার আড়াই বছরের মেয়ের সামনে গুলি করে খুন করেছে দুষ্কৃতীরা বলে পুলিশের কাছে রিয়ার স্বামী প্রকাশ দাবি জানান। যদিও প্রকাশের বয়ানে প্রথম থেকেই নানা অসঙ্গতি ধরা পড়ে। তারপরেই পুলিশ দফায় দফায় প্রকাশকে জেরা করে এবং রাতে তাকে গ্রেফতার করা হয়।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *