জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ২০০৭ সালে শেষবার ভারত (India) ও পাকিস্তান (Pakistan) দুই দেশের মধ্যে টেস্ট সিরিজ আয়োজন করা হয়েছিল। এরপর ২০১৩ সালে শেষবার একদিনের সিরিজে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। নতুন বছরে ফের একবার বাইশ গজের যুদ্ধে দেখা যেতে পারে ‘মাদার অফ অল ব্যাটেল’। তবে সীমিত ওভারের ক্রিকেটে নয়। এবার সনাতনি টেস্ট ক্রিকেটে আসর বসতে পারে। তিন টেস্টের এই সিরিজ আয়োজিত হতে পারে ঐতিহ্যশালী মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (Melbourne Cricket Ground)। এমন মেগা ও হাই-প্রোফাইল সিরিজ আয়োজন করতে আগ্রহী স্বয়ং মেলবোর্ন ক্রিকেট ক্লাব (MCC)। এ-ও খবর যে, ভিক্টোরিয়া প্রশাসন (Victoria Government) ইতিমধ্যেই আইসিসি (ICC) এবং অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের (Cricket Australia) সঙ্গে ভারত-পাকিস্তান টেস্ট ম্যাচ (IND vs PAK Test) আয়োজন নিয়ে কথাবার্তা শুরু করেছে।
তাই সব কিছু ঠিকঠাক চললে, এবার লাল বলের ক্রিকেটে বিরাট কোহলি (Virat Kohli) বনাম শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi) কিংবা রোহিত শর্মা (Rohit Sharma) বনাম বাবর আজমের (Babar Azam) ডুয়েল দেখা যেতে পারে। তবে ভারত বা পাকিস্তানের কোনও মাঠে নয়, দুই চিরপ্রতিপক্ষের লড়াই হতে পারে অস্ট্রেলিয়ার মেলবোর্নে।
আরও পড়ুন: Babar Azam, NZ vs PAK: এক টেস্টে তিন ‘অধিনায়ক’! নিয়ম ভেঙে তীব্র বিতর্কে পাকিস্তান
এই বিষয়ে এমসিসি-র চিফ এগজিকিউটিভ অফিসার স্টুয়ার্ট ফক্স বলেছেন, ‘আমরা তো ভারত বনাম পাকিস্তানের তিন টেস্টের সিরিজ আয়োজন করার জন্য মুখিয়ে রয়েছি। এই বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া, ভিক্টোরিয়া সরকার এবং ভারত-পাকিস্তানের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করেছি। জানি ঠাসা ক্রীড়াসূচি রয়েছে। তবে সময় বের করে এমন একটা সিরিজ আয়োজন করা হলে ভারত-পাকিস্তান দুই দেশ এবং ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়তি উত্তেজনা তৈরি হবে। আশাকরি ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে শুরু করে আইসিসি এবং বাকিরা এই উদ্যোগকে বাস্তবায়িত করতে এগিয়ে আসবে।’
গত ২৩ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপে এই মেলবোর্নেই ভারত-পাক মহারণ হয়েছিল। সেই ম্যাচের সাফল্য দেখে রোমাঞ্চিত এমসিজি কর্তারা। তাঁরা চায় এবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের টেস্ট ম্যাচ আয়োজন করতে। কিন্তু দুই দেশের রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে কি আদৌ এমন তিন টেস্টের হাই-প্রোফাইল সিরিজ আয়োজন করা সম্ভব হবে? সেটা বলবে সময়।