বিধাননগর পুরনিগম এলাকায় এক বছরের ফারাকে দূষণের মাত্রা বাড়ায় চিন্তিত বিধানননগর পুরনিগমের পরিবেশ বিভাগের কর্তারা।
![Bidhannagar Air Pollution Bidhannagar Air Pollution](https://eisamay.com/thumb/msid-96615315,imgsize-30706,width-700,height-525,resizemode-75/bidhannagar-air-pollution-96615315.jpg)
হাইলাইটস
- বিধাননগর পুরনিগম এলাকায় গত বছর শীতে বাতাসের গড় দূষণ-সূচক 250 ‘র মধ্যে সীমাবদ্ধ ছিল।
- সেখানে এ বার ওই সূচক পৌঁছে যাচ্ছে 280-320 পর্যন্ত।
- এক বছরের ফারাকে দূষণের মাত্রা বাড়ায় চিন্তিত বিধানননগর পুরনিগমের পরিবেশ বিভাগের কর্তারাও।
পরিবেশ বিশেষজ্ঞদের প্রস্তাব, কোথায় কোথায় দূষণ বেশি–তা খুঁজে বের করা সর্বাগ্রে জরুরি। তা হলে ওই জায়গাগুলিকে চিহ্নিত করে দূষণ মোকাবিলায় পদক্ষেপ করা সম্ভব হবে। যত্রতত্র জিনিস পোড়ানো, রাস্তার ধারে উনুনে রান্না বন্ধ এবং শীতকালে নিয়মিত রাস্তায় জল স্প্রে করার প্রস্তাবও দিয়েছেন বিশেষজ্ঞরা। নির্মাণের কারণে দূষণ ঠেকাতে চারপাশ ঢেকে নির্মাণকাজ করার পরামর্শও দেওয়া হয়েছে। যদি কেউ নিয়ম না মানেন, সে ক্ষেত্রে জরিমানা আদায়েরও প্রস্তাব দিয়েছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে গাড়ির দূষণ ঠেকাতে ট্র্যাফিক সিগন্যালে গাড়ি আটকে থাকার সময়ে যাতে গাড়ির ইঞ্জিন বন্ধ রাখেন চালকরা–সেই ব্যবস্থা কার্যকরী করলে দূষণে অনেকটাই রাশ টানা যাবে বলে বিশেষজ্ঞদের বক্তব্য। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক তড়িৎ রায়চৌধুরী বলেন, ‘শুধুমাত্র গাছ লাগিয়ে বায়ুদূষণের মোকাবিলা সম্ভব নয়। শহরে দূষণের বড় কারণ গাড়ির ধোঁয়া। তাই ব্যাটারি বা সিএনজি চালিত গাড়ি বাড়ানোও ভীষণ জরুরি।’
রাজ্যের বাকি পুরসভার তুলনায় বিধাননগর পুরনিগমের আওতায় সল্টলেকে গাছের সংখ্যা তুলনামূলক ভাবে বেশি। কিন্তু রাজারহাট-গোপালপুরের আওতাধীন যে এলাকাগুলি বিধাননগর পুরনিগমে ঢুকেছে, সেখানে গাছের সংখ্যা কম। আবার মাটির কারণে সল্টলেকের অনেক গাছই ক্ষতিগ্রস্ত। এমন ক্ষতিগ্রস্ত গাছের সংখ্যা কত, কোথায় গাছ লাগানোর সুযোগ রয়েছে–তা জানতে সমীক্ষা শুরু হয়েছে। সমীক্ষার প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, সল্টলেকে ক্ষতিগ্রস্ত গাছ শতাধিক। যেগুলি যে কোনও সময়ে ভেঙেও পড়তে পারে। ওই সব গাছ বাঁচাতে বেশ কিছু পদক্ষেপের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পুরনিগমের পরিবেশ বিভাগের এক কর্তা বলেন, ‘দূষণ মোকাবিলায় সবচেয়ে বেশি জরুরি গাছ। কোথায় কোথায় গাছ লাগানোর জায়গা রয়েছে, তা সমীক্ষক দলের সদস্যরা আমাদের কয়েক দিনের মধ্যেই জানাবেন। ক্ষতিগ্রস্ত গাছগুলিও যাতে বাঁচিয়ে রাখা যায়–সেই পদক্ষেপ করা হবে।’
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ