Cooch Behar News : চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ, প্রাক্তন তৃণমূল সভাপতি নামে লিফলেট কোচবিহারে – trinamool ex district president name on leaflet in coochbehar


West Bengal News : প্রাক্তন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়ের (Parthapratim Ray) নামে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ। এই সংক্রান্ত অভিযোগ ছেপে লিফলেট বিলি কোচবিহার শহরে। শুক্রবার এইরকম বেশ কিছু লিফলেট কোচবিহার শহরের রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। গোটা বিষয়টা BJP-র চক্রান্ত বলে দাবি তৃণমূল নেতৃত্বের।

Nadia News : মন্ত্রীর বিরুদ্ধে দলবিরোধী কাজের পোস্টার! শোরগোল কৃষ্ণনগরে
শুক্রবার সকালে কোচবিহার (Cooch Behar) শহরের নিউ টাউন মোড়, স্টেশন মোড়, আমতলা এবং মরাপড়া সহ শহরের একাধিক জায়গা লিফলেটে রয়েছে প্রাক্তন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতির নাম। লিফলেটে লেখা রয়েছে “কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস প্রাক্তন সভাপতি তথা NBSTC চেয়ারম্যান পার্থপ্রতিম রায় NBSTC নিয়োগ প্রাথমিক ও হাই স্কুল চাকরি এবং কনফেড এর চেয়ারম্যান থাকাকালীন হাজার হাজার শিক্ষিত যুবক-যুবতীদের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা তুলে আত্মসাৎ করেছে। তাদের কোন চাকরি হয়নি?”

SSC Scam Bengal : SSC-র প্রকাশিত ‘ভুয়ো শিক্ষক’-এর তালিকায় বারাসতের তৃণমূল নেতার ছেলে, সরব বিরোধীরা
শুধু তাই নয় ওই লিফলেটে আরও লেখা রয়েছে, বহু শিক্ষিত যুবতীকে চাকরির নাম করে তাঁদের সঙ্গে শারীরিক সম্পর্ক করে তাদের জীবন শেষ করে দেওয়া হয়েছে। এখন যদি পার্থপ্রতিম রায় সবার টাকা ফেরত না দেয় এবং ধর্ষিত মেয়েগুলোর কোনও বিচার না হয় তাহলে গণ আন্দোলন শুরু হবে। তার সঙ্গে তাঁর বাড়ির সামনে ও প্রশাসনিক ভবনের সামনে অনশনে বসা হবে। পার্থ প্রতিম রায়ের নামে এই ধরনের লিফলেট বিভিন্ন রাস্তায় পড়ে থাকাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে কোচবিহারে।

Trinamool Congress : আবাস যোজনা নিয়ে তৃণমূলের গোষ্ঠীকোন্দল, দিনহাটায় পঞ্চায়েত সদস্যের বাড়ি ভাঙচুর-আগুন
উল্লেখ্য, চলতি মাসেই তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা তথা কোচবিহার পুরসভার (Cooch Behar Municipality) চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ও জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদ এর প্রাক্তন চেয়ারম্যান কল্যাণী পোদ্দারের নামেও প্রতারণা ও চাকরি দেওয়ার নাম করে লিফলেট রাস্তার মধ্যে পড়ে থাকতে যায়। এবার পার্থপ্রতিম রায়ের নামে একই ধরনের লিফলেট পড়ে থাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও এ বিষয় নিয়ে প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংসার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় কোনও মন্তব্য করতে চাননি।

West Bengal Local News : তৃণমূল বিধায়ক ও জেলা সভাপতির নামে ‘বালি মাফিয়া’ পোস্টার, শোরগোল বর্ধমানে
পুরো বিষয়টি বিজেপির চক্রান্ত বলে দাবি করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections) আগে তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করতে এই লিফলেট বিলি হচ্ছে বলে অভিযোগ। যদিও বিষয়টিকে সাধারণ মানুষের ক্ষোভের ফল বলেই ব্যাখ্যা স্থানীয় BJP নেতৃত্বর। BJP বিধায়ক মালতি লাভা রায় জানান, সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়েই এই লিফলেট ছাপিয়েছে। এতে BJP-র কোনও ষড়যন্ত্র নেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *