নন্দকুমার বিডিও অফিসে বামেদের ডেপুটেশন প্রদান কর্মসূচিকে ঘিরে ধুন্ধুমার। পুলিশ কর্মীর চোখে ইট লেগে রক্তারক্তি কাণ্ড।
![Nandakumar Nandakumar](https://eisamay.com/thumb/msid-96627886,imgsize-42330,width-700,height-525,resizemode-75/nandakumar-96627886.jpg)
হাইলাইটস
- নন্দকুমার বিডিও অফিসে বামেদের ডেপুটেশন প্রদান কর্মসূচিকে ঘিরে ধুন্ধুমার।
- বামেদের বিক্ষোভ হটাতে গিয়ে পুলিশের লাঠিচার্জ।
- পালটা পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টির অভিযোগ।
আহত এক পুলিশ কর্মী এএসআই মনোজ মণ্ডল বলেন, “ওঁরা ভিতরে ঢুকতে যাচ্ছিল। এরপর হঠাৎ করে আমাদের উপর হামলা করে। আমার হাতে, কোমরে আঘাত করে। ইট দিয়ে আমার পায়েও আঘাত করে।” এক পুলিশ কর্মীর চোখেও ইটের আঘাত লাগে বলে খবর। এক পুলিশ আধিকারিক বলেন, ” আজকে নন্দকুমার বিডিও অফিসের সামনে সিপিআইএমের একটি ডেপুটেশন কর্মসূচি ছিল। ওঁরা ডেপুটেশন জমা দেওয়ার সময় বিক্ষোভ দেখতে শুরু করে। এরপর মারমুখী হয়ে ওঠে। বিডিও অফিস ভাঙচুর করার চেষ্টা করে। আমাদের পুলিশ কর্মীরা আটকাতে যায়। আমাদের চার – পাঁচজন পুলিশ কর্মী আহত হয়েছে। বিক্ষোকারীদের মধ্যে থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আছে।”
জানা গিয়েছে, এদিন বিক্ষোভ চলাকালীন বিডিও অফিসের গেট বন্ধ করে দেয় পুলিশ। যদিও গেটের তালা ভেঙে জোর করেই বিডিও অফিসের ভিতরে ঢোকার চেষ্টা করেন সিপিএমের কর্মী, সমর্থকরা। যার জেরে প্রবল উত্তেজনা তৈরি হয় বিডিও অফিস চত্বরে। এই সময়ই বিক্ষোভকারীদের বাধা দিতে গেলে তাঁদের ছোড়া ইটের আঘাতে চার জন পুলিশকর্মী আহত হন বলে অভিযোগ পুলিশের। এর পাশাপাশি হলদিয়া- মেচেদা রাজ্য় সড়কও অবরোধ করেন বিক্ষোভকারীরা। অবরোধ তুলতে এবং বিডিও অফিস চত্বর থেকে বিক্ষোভকারীদের সরাতে পাল্টা লাঠিচার্জ শুরু করে পুলিশ।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ