Paschim Midnapore : রাস্তা আটকে পাঁচিল তোলার অভিযোগ উত্তপ্ত চন্দ্রকোনা, দুই গোষ্ঠীর সংঘর্ষে জখম ৫ – five people were injured in a clash between two groups in chandrakona


West Bengal News : গ্রামবাসীদের যাতায়াতের রাস্তা আটকে পাঁচিল তৈরি করেছে গ্রামের এক ব্যক্তি। এর প্রতিবাদে গ্রামের রাস্তা কেটে বিক্ষোভে সামিল হয়েছিল আরেক গোষ্ঠী। এই ঘটনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হল পশ্চিম মেদিনীপুরের (West Medinipur) চন্দ্রকোনার (Chandrakona) খেজুরবনি গ্রাম। ঘটনায় দুই পক্ষের পাঁচজন জখম হয়েছেন বলে জানা গেছে। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তার উপর জোর করে পাঁচিল তোলে গ্রামেরই ২ বাসিন্দা। গুরুত্বপূর্ণ রাস্তার উপর পাঁচিল তোলার ফলে চরম অসুবিধার সম্মুখীন হতে হয় গ্রামের অন্যান্য বাসিন্দদের। বারবার পুলিশ প্রশাসন থেকে শুরু করে পঞ্চায়েত ও BDO অফিসে সমস্যা সমাধানে আবেদন করা হয়েছিল। কিন্তু সমস্যার কোনও সুরহা হয়নি বলে দাবি করা হয়েছে।

Pradhan Mantri Awas Yojana : আবাস যোজনার অনিয়মের অভিযোগ, পঞ্চায়েত প্রধানকে আটকে রাখল গ্রামবাসীরা
প্রশাসনিক হস্তক্ষেপ না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। গ্রামের গুরত্বপূর্ণ রাস্তা কেটে প্রতিবাদে সামিল হন তাঁরা। এ বিষয়ে প্রশাসন শীঘ্রই ব্যবস্থা না নিলে, ভবিষ্যতে আরও বড় ধরনের আন্দোলনের হুমকি দেওয়া হয়। সেই সঙ্গে পঞ্চায়েত ভোট বয়কটেরও ইঙ্গিত দেন গ্রামবাসীদের একাংশ। এরপরেই গ্রামবাসীদের অন্য একটি অংশ রাস্তা কাটার প্রতিবাদে সরব হয়। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের কাছে দায়ের করা হয় লিখিত অভিযোগও। অভিযোগ ও পাল্টা অভিযোগকে ঘিরে শরগরম হয়ে ওঠে খেজুরবনি গ্রাম। এ নিয়ে বৃহস্পতিবার গ্রামের বাসিন্দারদের দুই গোষ্ঠীর মধ্যে প্রথমে বচসা ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। হাতাহাতিতে জখম পাঁচজন ক্ষীরপাই হাসপাতালে (Khirpai Hospital) চিকিৎসাধীন।

West Bengal Local News : পিকনিকে মদ্যপ অবস্থায় পুলিশের উপর হামলা, কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার ৩
গ্রামেরই একাংশের রাস্তা কাটার প্রতিবাদ জানান রেজাউল। যদিও রেজাউলের দাবি মানতে নারাজ অপর গোষ্ঠীর লোকজন। রেজাউলের বিরুদ্ধে জোর করে পাঁচিল তোলা অভিযোগ করা হয়েছে। খেজুরবনি গ্রামে সংঘর্ষের খবর পেয়েই ঘটনাস্থলে ছুঁটে যায় রামজীবনপুর ফাঁড়ির পুলিশ (Ramjibanpur Outpost Police)। নতুন করে অশান্তি রুখতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। সংঘর্ষের ঘটনার পর এলাকা থমথমে বলে জানা গেছে।

Dakshin 24 Pargana : নামখানার কামাখ্যা মন্দিরের দরজা ভেঙে চুরি, লক্ষাধিক টাকার সম্পত্তি নিয়ে চম্পট
চন্দ্রকোনা (Chandrakona) ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সভাপতি জানিয়েছেন, ঘটনাটি অনভিপ্রেত। সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। বিষয়টি ব্লক উন্নয়ন সমিতির আধিকারিককে জানিয়েছেন বলেও জানান। সমস্যা সমাধানে ব্লক উন্নয়ন সমিতি আধিকারিক তাঁকে আশ্বাস দিয়েছেন বলেও জানিয়েছেন গ্রাম পঞ্চায়েতের সভাপতি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *