আবাস নিয়ে আন্দোলন অব্যাহত জেলায় জেলায়। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের।

হাইলাইটস
- প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের।
- বৃহস্পতিবার সন্ধ্যায় জলপাইগুড়ি শিলিগুড়িগামী 31 নং জাতীয় সড়কের গোশালা মোড়ে রাস্তা অবরোধ করেন গ্রামবাসীরা।
- স্থানীয়দের অভিযোগ, পঞ্চায়েতের সদস্যের আত্মীয়-স্বজনদের প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের লিস্টে নাম থাকলেও সাধারণ গরীব মানুষের নাম নেই।
জলপাইগুড়ি ইন্দিরা কলোনীর বাসিন্দা যসেরা খাতুন বলেন, “পঞ্চায়েত সদস্যদের বাড়িতে চারটি ঘর ঢুকেছে। পঞ্চাতেয়ের স্বামী অঞ্চল সভাপতি। তার ছেলে চাকরি করে তাও ঘর পেয়েছে। আমরা গরীব ঘর পাচ্ছি না। তাই রাস্তা অবরোধ করেছি।” রাস্তা অবরোধের জেরে যানজট তৈরি জাতীয় সড়কে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রামবাসীদের সঙ্গে পুলিশের আলোচনার পর পথ অবরোধ তুলে নেওয়া হয়। উল্লেখ্য, বৃহস্পতিবার সকালেও ৩১ নং জাতীয় সড়ক অবরোধ হয়। আবাস যোজনা নিয়ে বিক্ষোভের অন্ত নেই। প্রকৃত ঘর প্রাপকদের তালিকা নাম না থাকার কারণে এবার জাতীয় সড়ক অবরোধ গ্রামবাসীদের। বৃহস্পতিবার সকালে ৩১ নং জাতীয় সড়ক অবরোধ করল জলপাইগুড়ির (Jalpaiguri) অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। ব্যাহত যান চলাচল। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কোতোয়ালি থানার পুলিশ (Kotwali Police Station)। পরবর্তীতে পুলিশের মধ্যস্থতায় যান চলাচল স্বাভাবিক হয়।
প্রসঙ্গত, আবাস যোজনা নিয়ে অনিয়মের অভিযোগ তুলে জেলার একাধিক জায়গায় বিক্ষোভ প্রদর্শিত হচ্ছে দীর্ঘদিন ধরেই। গত সপ্তাহেই আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana) নিয়ে অনিয়মের অভিযোগ তুলে লাগাতার আন্দোলন হয় জলপাইগুড়ি (Jalpaiguri) সদর BDO অফিসে। BDO অফিসে এসে একাধিক গ্রামের বাসিন্দারা কয়েকশো অযোগ্য নামের তালিকা জমা দিয়ে যান। এরপর গত ২২ ডিসেম্বর BDO অফিসের সামনে বিক্ষোভ দেখায় স্থানীয় BJP কর্মীরা।BDO-র বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বঞ্চিত গ্রামবাসীদের সঙ্গে BDO অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন BJP কর্মী, সমর্থকরা। এমনকি BDO-কে অশ্রাব্য ভাষায় আক্রমণ করার অভিযোগ উঠেছে BJP জেলা সভাপতির বিরুদ্ধে।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ