Pradhan Mantri Awas Yojana : আবাসের সমীক্ষার পর ৩ দিন গৃহবন্দি অঙ্গনওয়াড়ি কর্মী, চাঞ্চল্য মুর্শিদাবাদে – murshidabad icds worker stayed at room after getting threat for awas yojana survey


West Bengal News : গ্রামবাসীদের হুমকির ভয়ে তিন দিন গৃহবন্দি অঙ্গনওয়াড়ি কর্মী। ভয়ে ICDS কেন্দ্রে যেতে পারেননি ওই কর্মী। মুর্শিদাবাদ (Murshidabad) জেলার হরিহরপাড়া থানার চোঁয়া পাঠানপাড়া এলাকার ঘটনা। কেন্দ্র চালাচ্ছেন সহায়িকা। কেন্দ্রীয় আবাস যোজনার (Pradhan Mantri Gramin Awas Yojana) সমীক্ষার কাজ করার পর স্থানীয় অনেক বাসিন্দার নাম বাদ হয়েছে তালিকা থেকে। এরপর থেকেই একের পর এক হুমকি পাচ্ছেন ওই এলাকার অঙ্গনওয়াড়ি কর্মী রসিদা বানু। বিষয়টি নিয়ে তিনি পুলিশের দ্বারস্থ হবেন বলেও জানা গিয়েছে।

Pradhan Mantri Awas Yojana : আবাস যোজনার তালিকায় নাম নেই, অঙ্গনওয়াড়ি কর্মীকে আটকে রেখে হেনস্থা কাকদ্বীপে
স্থানীয় সূত্রে খবর, অঙ্গনওয়ারি কর্মী রসিদা বানুর এলাকার প্রায় দুশো বাড়িতে আবাস প্লাসের (Pradhan Mantri Gramin Awas Yojana) সার্ভে করেছেন। যার থেকে বাদ গিয়েছে বহু নাম। রসিদা বানুর বক্তব্য, তিনি সার্ভে করে রিপোর্ট জমা দিয়েছেন। নাম বাদ করেছে পঞ্চায়েত বা প্রধান। কিন্তু তাঁর অভিযোগ, সমীক্ষায় করার পর একাধিক গ্রামবাসীর নাম বাদ পড়ায় তাঁকে হেনস্থার শিকার হতে হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের তরফে হুমকি পাওয়ার পর থেকেই গৃহ বন্দী হয়ে আছেন তিনি। বিষয়টি নিয়ে স্থানীয় পঞ্চায়েত স্তরে জানিয়েও লাভ হচ্ছে না বলে জানান তিনি।

Pradhan Mantri Awas Yojana : বেছে বেছে বিজেপি কর্মীদের নাম বাদ আবাস যোজনায়! প্রধানের বাড়ি ঘেরাও হুগলিতে
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আবাস যোজনার (Awas Yojana) সমীক্ষার দায়িত্বে ছিলেন এলাকার ICDS কর্মী রসিদা বানু। তাঁর বাড়িও চোঁয়া পাঠানপাড়া গ্রামে। দিন কয়েক আগে সমীক্ষা শেষে নতুন তালিকা প্রকাশিত হয়েছে। তাতে নাম বাদ গিয়েছে এলাকার বহু মানুষের। তারপরের এলাকার বাসিন্দাদের একাংশ ওই ICDS কর্মীকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ। আতঙ্কে দিন কাটাচ্ছেন ওই ICDS কর্মী ও তাঁর পরিবার। ভয়ে তিন দিন তিনি কেন্দ্রে যাননি। ইতিমধ্যে বিষয়টি প্রশাসনের কর্তাদের জানানো হয়েছে। হুমকির ভয়ে কার্যত এই ক’দিন গৃহবন্দি হয়ে রয়েছেন তিনি। তবে এভাবে মুখ লুকিয়ে থাকতে নারাজ তিনি।

Pradhan Mantri Awas Yojana : ৩ গ্রামের একজন বাসিন্দারও নাম নেই প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায়! তুমুল ক্ষোভ মালদায়
রসিদা বললেন, “সরকার দায়িত্ব দিয়েছিল। সেই কাজ করেছি। কে নাম কাটল, আমি জানিনা। তাই এবার কেন্দ্রে যাব।” এই কদিন ICDS কেন্দ্র একা চালাচ্ছেন কেন্দ্রের সহায়িকা অঞ্জলি দাস। তিনি বলেন, “দিদির কোনও দোষ নেই। কিন্তু তাঁকেও ভয়ে বাড়িতে থাকতে হচ্ছে। বাধ্য হয়ে কেন্দ্র আমি একা চালাচ্ছি। কিন্তু এরকম ভাবে কতদিন চলবে।” তবে আবাস যোজনা (Awas Yojana) নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারাও। সমীক্ষার কাজে সাহায্য করার পরেও তাঁদের কেন নাম এল না তাই নিয়ে ক্ষোভ জমা হয়েছে অনেক বাসিন্দাদের মধ্যে। তালিকায় নাম বাদ যাওতা স্থানীয় বাসিন্দা ফিরোজা বিবি বলেন, “আমি টালির ঘরে বাস করি। নাম বাদ গেলে হুমকি তো আসবেই। তবে আমরা কোনও অঙ্গনওয়াড়ি কর্মীদের হেনস্থা করিনি।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *