Pradhan Mantri Awas Yojana : সেই জমি-জটেই আটকে শহরে গরিবের পাকা বাড়ি – pradhan mantri awas yojana central government allocates money construction of houses for the poor people in town but not spent


তাপস প্রামাণিক
রাজ্যের শহরগুলোয় বসবাস করা গরিব মানুষদের জন্য পাকা বাড়ি তৈরির টাকা কেন্দ্রীয় সরকার বরাদ্দ করলেও সেই টাকা খরচ করা যাচ্ছে না। প্রশাসন সূত্রের খবর, জমি না-মেলার কারণেই এই সমস্যা। শহরের গরিব মানুষদের জন্য কেন্দ্রের এই প্রকল্পে বাড়ি পেতে নিজস্ব জমি থাকতে হবে। গ্রামে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির যোগ্য প্রাপকদের মধ্যে কারও জমি না-থাকলে সরকার তাঁকে জমি দেবে। শহরে বসবাস করা গরিব মানুষদের অনেকেরই নিজস্ব জমি নেই। এই পরিস্থিতিতে রীতিমতো হিমশিম খাচ্ছে রাজ্য পুর দপ্তর। দিন কয়েক আগে কেন্দ্রের তরফে চিঠি দিয়ে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ওই কাজ শেষ করতে না-পারলে টাকা ফেরত নেবে কেন্দ্র। শুধু তা-ই নয়, লক্ষ্যমাত্রা পূরণ করতে না-পারলে ওই প্রকল্পে বরাদ্দের পরিমাণও কমিয়ে দেওয়া হবে। তাতে আখেরে বঞ্চিত হবেন শহরে বসবাসকারী দরিদ্ররা।

Pradhan Mantri Awas Yojana : আবাস তালিকার ৮৪% ভরতে হবে বাইশের বাকি ৩ দিনে
প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে দেশের সব মানুষকে কেন্দ্রীয় সরকার পাকা বাড়ি উপহার দিতে চায়। সেই জন্য সব ক’টি রাজ্যকে বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে। গ্রামে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার তালিকা তৈরি করা নিয়ে এমনিতেই রাজ্যের কিছু জেলায় সমস্যা হচ্ছে, চলছে অশান্তি ও বিক্ষোভও। শহরের ক্ষেত্রে সেই সমস্যা নেই, অথচ শহরে কেন্দ্রীয় প্রকল্পে বাড়ি তৈরির কাজ চলছে একেবারে শ্লথ গতিতে। ফলে, নির্ধারিত সময়ের মধ্যে আদৌ এই কেন্দ্রীয় প্রকল্পে বাড়ি তৈরির কাজ শেষ করা যাবে কি না, তা নিয়ে সন্দিহান পুর দপ্তরের আধিকারিকরা।

Pradhan Mantri Awas Yojana : গীতাঞ্জলি প্রকল্পে বাড়ি পেয়ে এ বার নাম আবাস-তালিকায়
সরকারি রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের ২৬ ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনায় (নগর) পশ্চিমবঙ্গ থেকে মোট ৬৫৬টি আবাসন প্রকল্প অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল। তার মধ্যে মোট ৬ লক্ষ ৯১ হাজার ১৪৬টি বাড়ি তৈরির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন দপ্তর। এখনও পর্যন্ত সব মিলিয়ে মোট ৩ লক্ষ ৭ হাজার ৪০১টি বাড়ির কাজ সম্পূর্ণ হয়েছে এবং সেগুলো প্রাপকদের হাতে তুলে দেওয়া হয়েছে। এগুলো সবই কলকাতা বাদে রাজ্যের অন্যান্য শহরে। মোট ১১ হাজার ৯৬ কোটি টাকার আর্থিক অনুমোদন মিলেছে। তার মধ্যে ৬ হাজার ৬০৫ কোটি টাকা কেন্দ্র দিয়েছে বা রিলিজ় করেছে। কাজ অসম্পূর্ণ রাখার কারণে বাকি টাকা আটকে রেখেছে কেন্দ্র। প্রসঙ্গত, কলকাতায় প্রধানমন্ত্রী আবাস যোজনার (নগর) কাজ হচ্ছে না। জমি নিয়ে সমস্যাই তার কারণ।

Pradhan Mantri Awas Yojana : ‘বাড়াবাড়ি’ সত্ত্বেও আবাস যোজনার তালিকায় নাম প্রধানের স্বামীর! মালদার ঘটনায় চাঞ্চল্য
রাজ্য পুর ও নগরোন্নয়ন দপ্তরের এক শীর্ষকর্তার ব্যাখ্যা, ‘শহর এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পেতে গেলে নিজের জমি থাকা আবশ্যক। কিন্তু শহরে যে সব গরিব মানুষ বসবাস করেন, তাঁদের অনেকেরই নিজস্ব জমি নেই। সেটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। আবার এই প্রকল্পের সুবিধে পেতে গেলে আবেদনকারীকে কিছু টাকা দিতে হয়। নাম নথিভুক্ত হওয়ার পর অনেকে সেই টাকা দিতে পারেন না। সেই জন্যও বাড়ি তৈরির কাজ আটকে যাচ্ছে।’ ওই আধিকারিক এ-ও জানাচ্ছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা একলপ্তে বরাদ্দ করা হয় না, টাকা দেওয়া হয় ধাপে ধাপে। প্রথম ধাপের কাজ দেখে দ্বিতীয় ধাপের টাকা বরাদ্দ করা হয়। প্রতিটি ধাপে কতটা কাজ এগোল, তার ছবি তুলে জিও ট্যাগিং করতে হয়। কাজে দেরি হওয়ার সেটাও কারণ বলে রাজ্যের দাবি। রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলছেন, ‘শহরে জমি পাওয়া সত্যিই সমস্যার। কলকাতায় এই সমস্যা আরও প্রকট। বস্তিবাসীদের অন্যত্র স্থানান্তর করে কাজ শুরু করা খুবই কঠিন। তা সত্ত্বেও আমরা বাংলার বাড়ি প্রকল্পে কলকাতার বেশ কিছু জায়গায় বাড়ি তৈরির কাজ শুরু করতে চলেছি। আশা করছি, অন্যান্য পুর এলাকাতেও নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা কাজ শেষ করে উঠতে পারব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *