Sachin Tendulkar: আব্রাম-সচিনের নাইট আউট – srk son abram khan and sachin tendulkar go for dinner see all the entertainment videos


শাহরুখ খান (Shah Rukh Khan) আজকাল আর বিশেষ এদিক ওদিক যান না কাজ ছাড়া। কিন্তু ছোট্ট আব্রামেরও (AbRam Khan) তো মাঝেমধ্যে বাইরে ডিনারে যেতে ইচ্ছে করে। কিন্তু যাবেন কার সঙ্গে। আছেন। কান পরিবারের ঘনিষ্ঠ এমন কিছু মানুষ আছেন যাঁদের সঙ্গে আদরের ছোট ছেলেকে নিশ্চিন্তে ছেড়ে দিতে পারেন শাহরুখ গৌরী। তেমনই কিছু মানুষের সঙ্গে ডিনার সারতে বেরিয়েছিলেন আব্রাম। অন্যদিকে স্ত্রী অঞ্জলী এবং কাছের কিছু বন্ধুবান্ধবের সঙ্গে প্রিয় রেস্তোরাঁয় ডিনার সারতে গিয়েছিলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। বেরোনোর সময়ে ধরা পড়লেন আমাদের ক্যামেরায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *