West Bengal Eco Tourism : নতুন পর্যটনের ঠিকানা হতে চলেছে উলুবেড়িয়ার বেলাড়ি গ্রাম, বাড়ছে পর্যটকদের ভিড় – uluberia belari village is going to be new tourist destination


West Bengal News : পৌষের মিঠে রোদ গায়ে মেখে নতুন জায়গার সন্ধানে বেরিয়ে পড়ার ক্ষেত্রে বাঙালির জুড়ি মেলা ভার। নদীর ধারে ঘেঁষে সবুজ বনানীর মাঝে গ্রাম্য পরিবেশ হলে তো আর কোনও কথাই নেই। এরকম এক নতুন ভ্রমণ স্থান হতে চলেছে উলুবেড়িয়ার (Uluberia) বেলাড়ি গ্রাম। ৫৮ গেট থেকে অনতি দূরে বেলাড়ি গ্রামকে ঘিরে নতুন পর্যটন কেন্দ্র গড়ে তোলার আশায় পর্যটন বিভাগ। আগামী দিনে এখানেই বেশ কিছু হোম স্টে নির্মাণের পরিকল্পনা নিয়েছে প্রশাসন।

West Bengal Tourism : বড়দিনে চুটিয়ে মজা, রণডিহাতে ড্যামে পর্যটকদের ভিড়
নদীর পাড় মনোরম পরিবেশ বেলাড়ি দেখার মতো। গ্রাম্য রাস্তা পায়ে হেঁটে নদীর পাড়ে বসে নদীর শোভা দর্শন এক অনাবিল আনন্দ দেবে। কাছেই রয়েছে শ্রী রামকৃষ্ণ মন্দির। হাওড়া (Howrah) জেলার উলুবেড়িয়া (Uluberia) দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বেলাড়িতে এই পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে নতুন আঙ্গিকে। বেলাড়ি থেকে ফেরার পথে পড়বে উলুবেড়িয়ার শতাব্দী প্রাচীন শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি। সম্প্রতি গাদিয়াড়াকে আরও আকর্ষণীয় করে তুলতে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে শ্যামপুর ১ নম্বর ব্লক প্রশাসন ও পর্যটন দফতর (West Bengal Tourism Department)। ব্লক প্রশাসন ও পর্যটন বিভাগের কর্তারা সম্প্রতি গাদিয়াড়া এলাকা পরিদর্শন করে দেখেছিলেন। তখনই শিবপুর এলাকার দিকে পার্ক, ক্যাফেটেরিয়া, শৌচালয় এবং পর্যটকদের বসার জায়গা তৈরির সিদ্ধান্ত হয়েছিল। বেলাড়িতে চারটি, গুজারপুর, বাড়খোলা, গাদিয়াড়া ও ধান্দালি এই এলাকায় একটি করে হোম স্টে করা হবে।

Picnic 2022 : পিকনিকের আনন্দে জঙ্গলের ক্ষতি ঠেকাতে কড়া ব্যবস্থা হুগলিতে
এর কিছু দূরেই রয়েছে আটান্ন গেট। আটান্ন গেট মূলত একটি নদী বাঁধ। বাঁধের দুই ধারেই দুই প্রবেশতোরণ। ‘উলুঘাটা আটান্ন স্লুইস্ গেট’। মোট আটান্নটি স্লুইস গেট পর পর। নীচ দিয়ে অকাতরে বয়ে চলেছে দামোদর ও ভাগীরথীর মিলিত জলধারা। স্লুইস গেট গলে ঝরে পড়ছে বলে স্রোতের প্রাবল্য রয়েছে। সাঁকো পেরিয়ে মূল সড়কটি গেছে উলুবেড়িয়া (Uluberia)। এই নদী বাঁধটির নাম উলুঘাটা আটান্ন গেট। এর পরেই কাছেই রয়েছে নদীর কোল ঘেঁষে গড়চুমুক পর্যটনকেন্দ্র ও গড়চুমুক ইকো ট্যুরিজম (Eco Tourism)।

Khirai Flower Garden : ফুলের উপত্যকা ক্ষীরাইয়ে বাড়ছে ভিড়, পর্যটনস্থল গড়ার ভাবনা প্রশাসনের
কীভাবে যাবেন :
দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া খড়্গপুর ডিভিশনে উলুবেড়িয়া স্টেশন থেকে বা ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে এসে উলুবেড়িয়া নরেন্দ্র মোড় থেকে পূর্ব দিকে কয়েক কিলোমিটার গেলেই বেলাড়ি। উলুবেড়িয়া থেকে শ্যামপুর যাওয়ার রাস্তায় বেলাড়ি মোড় থেকে বাঁদিকে কয়েক মিনিট হাঁটলেই পৌঁছে যাওয়া যায় নদীর পাড়ে।

কখন যাবেন : বছরের যে কোনও সময়, যখন খুশি যাওয়া যায়। বর্ষাকালে আরও ভাল লাগবে। সবুজ অরণ্যের, জলাভূমি, নদী পাড়ের মজাই আলাদা। শীতকালে মিঠে রোদ ও হিমেল পরশে ঘুরে বেড়ানো আবার আরেক রকম অভিজ্ঞতা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *