Youtuber Riya Kumari Murder : রিয়া হত্যায় এবার গ্রেফতার দেওর সন্দীপ, প্রকাশকে কী ভাবে সাহায্য? খতিয়ে দেখছে পুলিশ – youtuber riya kumari murder case her husband brother arrested


Howrah : রিয়া কুমারী হত্যার ঘটনায় এবার গ্রেফতার তাঁর স্বামী প্রকাশ কুমারের ভাই সন্দীপ কুমার। পুলিশ সূত্রে খবর, প্রকাশ গ্রেফতার হওয়ার পর থেকেই হাওড়ার (Howrah) বাগনানে গা ঢাকা দিয়েছিল সে। বাগনানের একটি গোপন ডেরা থেকে সন্দীপকে গ্রেফতার করে পুলিশ। রিয়া কুমারীর (Riya Kumari) পরিবারের তরফে করা এফআইআরে (FIR) এই সন্দীপের নাম ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। সন্দীপকে আজ, শুক্রবার উলুবেড়িয়া (Uluberia) আদালতে তোলা হবে। গত ২৯ ডিসেম্বর বাগনানে (Bagnan) ৬ নম্বর জাতীয় সড়কের উপর ঝাড়খণ্ডের অভিনেত্রী রিয়া কুমারীকে (Riya Kumari) গুলি করে খুনের (murder) ঘটনায় তাঁর স্বামী প্রকাশ কুমারকে গ্রেফতার করে পুলিশ। রিয়ার পরিবারের দাবি ছিল, তাঁদের মেয়েকে পরিকল্পনা করে দুষ্কৃতীদের দিয়ে খুন করানো হয়েছে। খুনের সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁর স্বামীই। একইসঙ্গে পুলিশের সঙ্গে রিয়ার হত্যাকাণ্ডের (Riya Kumari Murder Case) সঠিক তদন্তের আর্জিও জানিয়েছেন তাঁরা। প্রকাশকে জিজ্ঞাসাবাদ করার সময় একাধিক অসঙ্গতি মেলায় তাঁকে গ্রেফতার করা হয়।

Youtuber Riya Kumari Murder: আগেও দ্বিতীয় পক্ষের স্ত্রীকে খুনের হুমকি! হাওড়ায় অভিনেত্রী রিয়া কুমারীর খুনে গ্রেফতার স্বামী
এরপর হাওড়ার অতিরিক্ত পুলিশ সুপার অলোকনন্দা ভাওয়ালের নেতৃত্বে ঘটনার পুর্ননির্মাণের জন্য প্রকাশকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। তাঁর বয়ানের প্রতিটি তথ্য খতিয়ে দেখছে পুলিশ। গাড়িটির ফরেনসিক নমুনাও সংগ্রহ করা হয়েছে। তদন্তকারীদের সূত্রে খবর, গাড়ির মধ্যে মিলেছে বুলেটের খোল। গাড়ির কাচে কোনও ফুটো নেই। কাচ বন্ধ থাকা সত্ত্বেও কী করে বাইরে থেকে চলল গুলি। তবে তদন্তকারীদের একাংশের অনুমান, কাচের খোলা অংশ গিয়ে হাত ঢুকিয়ে গাড়ির মধ্যে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করা হয়েছে রিয়াকে।

Youtuber Riya Kumari Murder: ঝাড়খণ্ডের অভিনেত্রী খুনে সন্দেহের তালিকায় স্বামীও, গান শট রেসিডিউ টেস্ট করাল পুলিশ
উল্লেখ্য, স্বামী প্রকাশ কুমার ও আড়াই বছরের শিশুকন্যার সঙ্গে গত সপ্তাহে বুধবার কলকাতায় আসছিলেন ঝাড়খণ্ডের রাঁচির বাসিন্দা রিয়া। গাড়ি চালাচ্ছিলেন প্রকাশ নিজেই। বুধবার ভোর ৬টা নাগাদ শৌচকর্ম করার জন্য বাগনানের মহিষরেখা সেতুর কাছে গাড়ি দাঁড় করান প্রকাশ। সেই সময় তাঁদের গাড়িতে চড়াও হয় ৩ জন সশস্ত্র দুষ্কৃতী। গাড়িতে সেই সময় ছিলেন রিয়া এবং তাঁদের মেয়ে। দুষ্কৃতীরা ছিনতাইয়ের চেষ্টা করতেই তাতে বাধা দেন রিয়া। এগিয়ে আসেন প্রকাশও। তারপরেই পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে রিয়াকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। তাঁর কানের নীচে গুলি লাগার ফলে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি।

Youtuber Riya Kumari Murder : ঘুমন্ত অবস্থায় রিয়াকে গুলি করে খুন? ফরেন্সিক পরীক্ষার সিদ্ধান্ত পুলিশের
সেই অবস্থাতেই টাকাপয়সা এবং অন্যান্য জিনিস ছিনতাই করে চম্পট দেয় দুষ্কৃতীরা। প্রকাশ গুলিবিদ্ধ স্ত্রীকে তুলে কোনও মতে গাড়ি চালিয়ে রাজাপুর পীরতলা এলাকায় এসে স্থানীয়দের খবর দেন। এলাকার লোকজন খবর দেন থানায়। পুলিশ এসে রিয়াকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *