Bankura News : বাঁকুড়ায় রেলের ব্যারিকেড ভেঙে গাছে ধাক্কা, উলটে গেল লরি – bankura lorry broke rail barricade and hit a tree


রেলের ব্যারিকেড ভেঙে গাছে সজোরে ধাক্কা লরির। লরিটি উল্টে যাওয়ার ঘটনায় এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য।

 

Bankura
বাঁকুড়ায় রেলের ব্যারিকেড ভেঙে গাছে ধাক্কা মেরে উল্টে গেল লরি

হাইলাইটস

  • রেলের ব্যারিকেড ভেঙে সজোরে গাছে ধাক্কা মারল একটি লরি।
  • সঙ্গে সঙ্গে লরিটি উলটে যাওয়ার ঘটনায় এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য।
  • ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার পাত্রসায়রের কাছে বোরালবাঁন্দী এলাকায়।
রেলের ব্যারিকেড (Rail Barricade) ভেঙে গাছে সজোরে ধাক্কা লরির। গাছে ধাক্কা মেরে উলটে যায় লরিটি (Lorry)। বাঁকুড়ার বোরালবাঁন্দী এলাকার ঘটনায় তৈরি হয় চাঞ্চল্য। রেলের ব্যারিকেড ভেঙে সজোরে গাছে ধাক্কা মারল একটি লরি। সঙ্গে সঙ্গে লরিটি উল্টে যাওয়ার ঘটনায় এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার (Bankura) পাত্রসায়রের কাছে বোরালবাঁন্দী এলাকায়। স্থানীয় সূত্রে জানতে পারা যায়, বাঁকুড়ার পাত্রসায়রের দিক থেকে সোনামুখীর (Sonamukhi) দিকে আসছিল একটি লরি। বোরালবাঁন্দী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি রেলের ব্যারিকেডে ভেঙে একটি গাছে সজোরে ধাক্কা মারে। ধাক্কা মারার পরেই লরিটি পাশের একটি নিচু জায়গায় পড়ে গিয়ে উল্টে যায়। এদিকে লরিটি গাছে ধাক্কা মারার বিকট শব্দে আশপাশ থেকে ছুটে আসেন স্থানীয়রা। লরিটির সামনে অংশে ব্যাপক ক্ষতি হয়েছে। লরিটিতে চালক এবং একজন খালাসি ছিল বলে জানা গেছে। ঘটনার পর দু’জনেই ঘটনাস্থল থেকে চম্পট দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

Bankura Hindu High School : বাঁকুড়া হিন্দু স্কুলে ভুয়ো গ্রুপ ডি প্রার্থীর বরখাস্তের দাবিতে বিক্ষোভ DYFI-র
দিন দুপুরে এই ঘটনায় বাঁকুড়ার বোরালবাঁন্দী এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। এলাকায় রেলগেটটি দিয়ে প্রতিদিন বহু যানবাহন যাতায়াত করে। কিন্তু সেই সময় কোনও গাড়ি ছিল না সেখানে। ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীদের একাংশ। দ্রুত গতিতে আসা লরিটি নিয়ন্ত্রণ হারালে, দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন রেলের গেটম্যান মঙ্গল সূত্রধর। লরিটি উল্টে যাওয়ার আগে চালক ও খালাসি চম্পট দেওয়া, তাদের ধরা যায়নি বলে জানান। তবে, এতে রেল চলাচলে বিঘ্ন হয়নি বলে জানান তিনি। রেলগেট অক্ষত থাকায়, রেল চলাচল স্বাভাবিক ছিল বলে জানিয়েছেন ওই গেটম্যান।

Bankura News : ‘চাকরি চোর’! বরখাস্তের দাবিতে DYFI-র পোস্টার, শোরগোল বাঁকুড়ায়
প্রসঙ্গত, চলতি বছরের মে মাসে শিয়ালদা-বনগাঁ শাখায় হাবড়া ও অশোকনগর রোড স্টেশনের মধ্যে রেলগেট পার হওয়ার সময় পণ্যবোঝাই একটি লরির ইঞ্জিন বিকল হয়ে যায়। বালি নিয়ে লরিটি বারাসাত থেকে হাবড়া যাচ্ছিল। ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় সেটি রেললাইনের ওপর দাঁড়িয়ে পড়ে। এর জেরে শিয়ালদা-বনগাঁ শাখার ডাউন লাইনে ট্রেন চলাচল প্রায় একঘণ্টা বন্ধ থাকে। ঘটনায় রেশ পড়ে যশোর রোড এলাকায়। দেখা দেয় তীব্র যানজট। ব্যস্ত সময়ে ভোগান্তির শিকার হয়েছিলেন নিত্যযাত্রীরা। গত জুলাই মাসে কর্নাটকের বিদারে ভালকি রেলক্রশিংয়ের কাছে একটি ট্রাক রেললাইনে উঠে পড়লে, একটি ট্রেন সজোরে ধাক্কা মারে। ট্রেনের ধাক্কায় ট্রাকটি ছিটকে রেললাইন থেকে সরে যায়। গোটা ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে যায়। অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পায় ট্রেনটি।

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *