CPIM : বর্ষবরণের দিন অভিনব কর্মসূচি CPIM-এর, চিড়িয়াখানা-ভিক্টোরিয়ায় পৌঁছে গেলেন সুজন – sujan chakraborty along with cpim kolkata district committee members visit alipore zoo victoria memorial on 31 december


৩১ ডিসেম্বরের সকাল থেকেই বর্ষবরণের (New Year Eve) আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। আর এরই মাঝে বছর শেষে অভিনব কায়দায় জনসংযোগ কর্মসূচি নিয়ে পথে নামল CPIM। বাম নেতাদের দেখা গেল চিড়িয়াখানা (Alipore Zoo), ভিক্টোরিয়ার (Victoria Memorial) মতো বিনোদন স্থানগুলিতে। কচিকাচাদের হাত ধরে পশুপাখি দেখতে ভিড় জমানো বাবা-মা কিংবা ভিক্টোরিয়ায় বেড়াতে আসা যুগল, সকলেই কাছে পৌঁছে গেলেন তাঁরা। উদ্দেশ্য একটাই, জনসংযোগ। সঙ্গে চলল তহবিল সংগ্রহও। নতুনত্ব এই ভাবনা নিয়ে এদিন বেরিয়ে পড়েছেন সুজন চক্রবর্তী (Sujan Chakraborty), কলতান দাশগুপ্তরা।

Paschim Medinipur News : সান্তা সেজে কেক নিয়ে দুয়ারে তৃণমূল প্রধান, পঞ্চায়েতে জিততে জনসংযোগ শাসকদলের

CPIM-এর অভিনব কর্মসূচি

CPIM কলকাতা জেলা কমিটির তরফে বছরের শেষ দিনে অভিনব এক জনসংযোগ কর্মসূচির ডাক দেওয়া হয়। সুজন চক্রবর্তীকে দেখা যায় চিড়িয়াখানা, ভিক্টোরিয়ার সামনে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে। তাঁদের হাল হকিকত জানতে। অন্য বাম নেতারাও কথা বলেন ওই চত্বরে বসা ঝালমুড়িওয়ালা, পাপড়িচাটওয়াল, আইসক্রিম বিক্রেতাদের সঙ্গে। এ প্রসঙ্গে সুজন চক্রবর্তী বলেন, “CPIM-এর তরফে গত কয়েকদিন ধরেই জনসংযোগ কর্মসূচি চলছে। বিমানদা সহ পার্টির নেতারা পথে নেমেছেন। আজ আমি আলিপুর চিড়িয়াখানার এখানে এসেছি। গ্রামে গ্রামেও এই জনসংযোগ কর্মসূচি চলছে। মানুষ সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। যারা চোখ রাঙাচ্ছে তাঁরা গুরুত্বপূর্ণ নয়। মানুষের কথা আমরা মানুষের কাছে তুলে ধরছি। কবে ভোটবাক্সে তা প্রতিফলিত হবে বা হবে না, সেটা চিন্তা করছি না। আমি মনে করি নিজের মতো করে মানুষ ভোট দিতে পারলে তৃণমূল-BJP সব উড়ে যাবে। সেই কারণেই সুষ্ঠুভাবে ভোট করতে দিতে ওরা রাজি না।”

Howrah-NJP Vande Bharat Express: সরকারি অনুষ্ঠানে জয় শ্রীরাম, জয় বাংলা কোনওটাই বলা যায় না: সুজন
এদিকে, হাওড়া-এনজেপি বন্দে ভারতের (Howrah-NJP Vande Bharat Express) উদ্বোধনী অনুষ্ঠানে BJP-র জয় শ্রীরাম স্লোগান দেওয়া নিয়ে বিতর্ক অব্যাহত। এই নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন বাম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, “BJP একটি অসভ্য বর্বরের দল। এটা তো বহু আগেই জ্যোতি বসু বলে গিয়েছেন। ওদের সঙ্গে বেশি বন্ধুত্ব করলে যা হয়, এখন মুখ্যমন্ত্রীর সঙ্গে তাই হয়েছে। সরকারি অনুষ্ঠানে জয় শ্রীরাম স্লোগান তো দেওয়ার কথা নয়, জয় বাংলাও বলা কথা নয়।” সুজন আরও বলেন, “প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিজেপি কর্মীরা জয় শ্রীরাম দিচ্ছে, তখন স্পষ্ট তাতে এদের ইন্ধন ও প্রশয় আছে। সেটা মুখ্যমন্ত্রী বুঝবেন কিনা আমি জানি না ।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *