Durgapur Road Accident : দুর্গাপুর জাতীয় সড়কে পৃথক দুটি দুর্ঘটনায় মৃত ১, আহত ১ – durgapur two road accidents one man expired one injured


দুর্গাপুর জাতীয় সড়কে বাস-ছোট হাতি গাড়ির সংঘর্ষ। ঘটনায় মৃত ১ ব্যক্তি, জখম ১।

 

Durgapur Road Accident
দুর্গাপুর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির।

হাইলাইটস

  • দুর্গাপুর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির।
  • ঘটনায় মৃত 1 ব্যক্তি, জখম 1।
  • চালকের তৎপরতায় রক্ষা পেল পুণ্যার্থী বোঝাই বাস।
দুর্গাপুর জাতীয় সড়কে (National Highway) বাস-ছোট হাতি গাড়ির সংঘর্ষ। ঘটনায় মৃত্যু ১ ব্যক্তির, জখম ১। চালকের তৎপরতায় রক্ষা পেল পুণ্যার্থী বোঝাই বাস। হুগলির দুর্গাপুর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। জখম ১ । ঘটনাটি ঘটে হরিপাল থানা এলাকার মহিষটিকরি এলাকায়। সেখানে সরকারি বাসের (SBSTC Bus) সাথে একটি ছোট হাতি গাড়ির ধাক্কা, ঘটনাটি ঘটে। অন্যদিকে দুর্গাপুর জাতীয় সড়কের দাদপুর থানা এলাকায় চালকের তাৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল একটি পূণ্যার্থী বোঝাই বাস। স্থানীয় সূত্রে খবর, ডানকুনির দিক থেকে বর্ধমানের দিকে যাওয়ার সময় হুগলির হরিপাল থানার মহিষ টিকরি এলাকায় একটি সরকারি বাসের সঙ্গে একটি ছোট হাতি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় ছোট হাতি গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। বিকট আওয়াজে আশপাশ থেকে ছুটে আসেন স্থানীয়রা। দেখেন, গুরুতর জখম অবস্থায় ছোট গাড়ির চালক ও খালাশী পড়ে রয়েছেন। খবর দেওয়া হয় হরিপাল থানাকে। পুলিশ ঘটনাস্থলে এসে জখমদের সিঙ্গুর গ্ৰামীন হাসপাতালে নিয়ে যাওয়া হলে, একজনকে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসকরা।

SBSTC Bus Accident : দুর্গাপুর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে সরকারি বাস, জখম ৩৫
অন্য একজনকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম বাদল চৌধুরী। এদিকে, ঘাতক সরকারি বাসটিকে আটক করেছে হরিপাল থানার পুলিশ। পরে পুলিশের তরফে বাসের যাত্রীদের অন্য বাসে করে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এদিকে, দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে যানচলাচলে বিঘ্ন ঘটে। সৃষ্টি হয় যানজটের পুলিশ দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি সরিয়ে নিয়ে গেলে, পরিস্থিতি স্বাভাবিক হয়। অন্যদিকে, দ্বিতীয় ঘটনাটি ঘটেছে দাদপুর থানার অন্তর্গত গোবিন্দপুর এলাকায়। জানা গেছে, রাজস্থান থেকে দুটি বাসে করে প্রায় ১০০ জন পূণ্যার্থী গঙ্গাসাগর যাচ্ছিলেন। দুর্গাপুর জাতীয় সড়কের গোবিন্দপুর এলাকায় হঠাৎ একটি বাসের সামনের চাকা খুলে যায়। ঘটনায় যাত্রীদের মধ্যে তৈরি হয় আতঙ্ক। তবে, চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে যাত্রীরা রক্ষা পেয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Nadia Road Accident : শান্তিপুর জাতীয় সড়কে বেপরোয়া বাসের ধাক্কা, ঘটনাস্থলে মৃত্যু সাইকেল আরোহীর
দুর্ঘটনাগ্রস্থ বাসটিতে ৫০ জনের মতো যাত্রী ছিলেন বলে জানিয়েছেন বাসের চালক দীনেশ ঝা। গত ১২ ডিসেম্বর গঙ্গাসাগরের উদ্দেশে বাসটি রাজস্থান থেকে ছাড়া হয় বলে জানান তিনি। বাসের সমস্ত যাত্রী সুরক্ষিত আছে বলে ওই বাসচালক জানিয়েছেন। দুর্ঘটনাগ্রস্থ বাসের চাকা মেরামতের পর, ফের গঙ্গাসাগরের উদ্দেশে রওনা দেয় বাসটি। কয়েকদিন আগে খেঁজুরিতেও রাজ্য সড়কে একটি মারুতি গাড়ির সঙ্গে একটি বাসের দুর্ঘটনায় ২ জন জখম হন। জখমরা মারুতির গাড়ির আরোহী ছিলেন। সংঘর্ষে মারুতি গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছিল।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *